Mamata Banerjee: রাতে ফের ভাসতে পারে কলকাতা? সতর্ক করে দিলেন মমতা, দুষলেন বিহার- উত্তর প্রদেশকে

Last Updated:

গতকাল রাতে বেনজির বৃষ্টিতে ডুবে গিয়েছিল শহর কলকাতার বিস্তীর্ণ অংশ৷ এখনও সব জায়গা থেকে জমে থাকা জল বের করা সম্ভব হয়নি৷

সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী৷
সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী৷
রাতে গঙ্গায় জোয়ার এলে ফের জলে ভাসতে পারে কলকাতার বেশ কিছু এলাকা৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাতে গঙ্গায় জোয়ারের সময় সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি৷
গতকাল রাতে বেনজির বৃষ্টিতে ডুবে গিয়েছিল শহর কলকাতার বিস্তীর্ণ অংশ৷ এখনও সব জায়গা থেকে জমে থাকা জল বের করা সম্ভব হয়নি৷ রাতে যদি ফের বৃষ্টি হয় এবং জোয়ারের কারণে গঙ্গার জলস্তর বৃদ্ধি পায়, তাহলে ফের জলে ডুবতে পারে শহরের একাংশ৷
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলি থেকে বিপুল পরিমাণে জল আসায় গঙ্গার জলস্তর এমনিতেই বেড়ে রয়েছে৷ কেন্দ্রীয় সরকার ফরাক্কা ব্যারেজের ড্রেজিং না করানোয় সমস্যা আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ ফলে শহর কলকাতার জমা জল পাম্প করে গঙ্গায় ফেলা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি৷ একই অভিযোগ করেছেন মেয়র ফিরহাদ হাকিমও৷
advertisement
advertisement
কলকাতায় আমরা জমা জলের সমস্যা অনেকটা কমিয়ে ফেলেছি৷ কিন্তু বিহার, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের প্লাবনের জলও আমাদের সামলাতে হচ্ছে৷ ডিভিসি, ফরাক্কা, পাঞ্চেত এগুলো আমাদের দায়িত্বে নয়৷ আমাদের ড্রেজিংয়ের জন্য কোনও টাকাও দেওয়া হয়নি৷ যারা মানুষের পাশে না দাঁড়িয়ে দুর্যোগ নিয়ে রাজনীতি করে তাদের ধিক্কার জানাই৷ প্রকৃতিকে কি আমরা নিয়ন্ত্রণ করি? কেন ফরাক্কার ড্রেজিং হয় না জবাব দিন৷ গঙ্গার ধারণ ক্ষমতা কমে গেলে আমরা কলকাতার জমা জল কোথায় ফেলব? আমরা ক্ষমতায় এসে সাড়ে পাঁচ লক্ষ পুকুর খনন করেছি৷ পাঁচশো চেক ড্যাম করেছি৷ বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে৷ কিন্তু আমাদের ঘাড়ে অন্য রাজ্যের দায়িত্বও এসে পড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রাতে ফের ভাসতে পারে কলকাতা? সতর্ক করে দিলেন মমতা, দুষলেন বিহার- উত্তর প্রদেশকে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement