Mamata Banerjee: রাতে ফের ভাসতে পারে কলকাতা? সতর্ক করে দিলেন মমতা, দুষলেন বিহার- উত্তর প্রদেশকে

Last Updated:

গতকাল রাতে বেনজির বৃষ্টিতে ডুবে গিয়েছিল শহর কলকাতার বিস্তীর্ণ অংশ৷ এখনও সব জায়গা থেকে জমে থাকা জল বের করা সম্ভব হয়নি৷

সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী৷
সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী৷
রাতে গঙ্গায় জোয়ার এলে ফের জলে ভাসতে পারে কলকাতার বেশ কিছু এলাকা৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাতে গঙ্গায় জোয়ারের সময় সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি৷
গতকাল রাতে বেনজির বৃষ্টিতে ডুবে গিয়েছিল শহর কলকাতার বিস্তীর্ণ অংশ৷ এখনও সব জায়গা থেকে জমে থাকা জল বের করা সম্ভব হয়নি৷ রাতে যদি ফের বৃষ্টি হয় এবং জোয়ারের কারণে গঙ্গার জলস্তর বৃদ্ধি পায়, তাহলে ফের জলে ডুবতে পারে শহরের একাংশ৷
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিহার, উত্তর প্রদেশের মতো রাজ্যগুলি থেকে বিপুল পরিমাণে জল আসায় গঙ্গার জলস্তর এমনিতেই বেড়ে রয়েছে৷ কেন্দ্রীয় সরকার ফরাক্কা ব্যারেজের ড্রেজিং না করানোয় সমস্যা আরও বেড়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ ফলে শহর কলকাতার জমা জল পাম্প করে গঙ্গায় ফেলা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি৷ একই অভিযোগ করেছেন মেয়র ফিরহাদ হাকিমও৷
advertisement
advertisement
কলকাতায় আমরা জমা জলের সমস্যা অনেকটা কমিয়ে ফেলেছি৷ কিন্তু বিহার, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের প্লাবনের জলও আমাদের সামলাতে হচ্ছে৷ ডিভিসি, ফরাক্কা, পাঞ্চেত এগুলো আমাদের দায়িত্বে নয়৷ আমাদের ড্রেজিংয়ের জন্য কোনও টাকাও দেওয়া হয়নি৷ যারা মানুষের পাশে না দাঁড়িয়ে দুর্যোগ নিয়ে রাজনীতি করে তাদের ধিক্কার জানাই৷ প্রকৃতিকে কি আমরা নিয়ন্ত্রণ করি? কেন ফরাক্কার ড্রেজিং হয় না জবাব দিন৷ গঙ্গার ধারণ ক্ষমতা কমে গেলে আমরা কলকাতার জমা জল কোথায় ফেলব? আমরা ক্ষমতায় এসে সাড়ে পাঁচ লক্ষ পুকুর খনন করেছি৷ পাঁচশো চেক ড্যাম করেছি৷ বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে৷ কিন্তু আমাদের ঘাড়ে অন্য রাজ্যের দায়িত্বও এসে পড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রাতে ফের ভাসতে পারে কলকাতা? সতর্ক করে দিলেন মমতা, দুষলেন বিহার- উত্তর প্রদেশকে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement