Mamata Banerjee at Sodepur: ‘ফাঁসির দাবি জানাব’, আবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী! তদন্ত নিয়েও বড় ঘোষণা মমতার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee Visits RG Kar Victim's home: আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন হওয়া মহিলা চিকিত্সকের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোদপুরে নিহত চিকিত্সকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এদিন আবারও দোষীর ফাঁসির দাবি তুললেন মমতা। সেইসঙ্গে পুলিশকে তদন্তের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন হওয়া মহিলা চিকিত্সকের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোদপুরে নিহত চিকিত্সকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এদিন আবারও দোষীর ফাঁসির দাবি তুললেন মমতা। সেইসঙ্গে পুলিশকে তদন্তের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী।
এ দিন দুপুরে সোদপুরে আর জি করের নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী৷ প্রায় আধ ঘণ্টা মৃতার বাবা মা-সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ এর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে জড়িত থাক তাকে দ্রুত শাস্তি দিতে হবে। আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। আমরা এটাতে ফাঁসির দাবি জানাব।’’
advertisement
advertisement
সেইসঙ্গে ঘটনার তদন্তে কলকাতা পুলিশকে সময়সীমাও বেঁধে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী এদিন প্রায় ৪৫ মিনিট নিহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেই সময় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারও।
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘ওঁর (নিহত চিকিৎসক) বাবা মা আমাকে বললেন ভিতরের কেউ জড়িত আছে৷ যদি তাই হয় ওঁর বন্ধুবান্ধব সহ যাদের উপরেই সন্দেহ হচ্ছে তাঁদের ডেকে কথা বলা হবে৷
advertisement
আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করুক৷ তার পরেও যদি রবিবার পর্যন্ত যদি তাঁরা কুলকিনারা করতে না পারেন, তাহলে এই কেসটা আমরা সিবিআইকে দিয়ে দেব৷ কারণ ভিতরেরও তো অনেকে আছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2024 2:17 PM IST