R G Kar Murder: সরানো হয়েছে সুপারকে, এবার অধ্যক্ষের বদলির দাবি! মুখ্যমন্ত্রীকে চিঠি প্রাক্তনীদের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
R G Kar Murder: বিক্ষোভ অব্যাহত আর জি করে। মহিলা চিকিত্সককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদের জেরে ইতিমধ্যেই আর জি কর মেডিক্যাল কলেজের সুপারকে সরানো হয়েছে। এবার হাসপাতালের অধ্যক্ষ বদলি করার দাবি জানিয়ে সরব আর জি করের প্রাক্তনীদের সংগঠন।
কলকাতা: বিক্ষোভ অব্যাহত আর জি করে। মহিলা চিকিত্সককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদের জেরে ইতিমধ্যেই আর জি কর মেডিক্যাল কলেজের সুপারকে সরানো হয়েছে। এবার হাসপাতালের অধ্যক্ষ বদলি করার দাবি জানিয়ে সরব আর জি করের প্রাক্তনীদের সংগঠন।
অধ্যক্ষকে বদলির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখল প্রাক্তনীরা। আর জি কর মেডিকেল কলেজের সুনাম অর্জন করতে অধ্যক্ষকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন প্রাক্তনীরা।
advertisement
ভয়ঙ্কর ঘটনার ৪৮ ঘণ্টা পরেই আরজি কর মেডিক্যালের সুপার সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিযে দেয় স্বাস্থ্য দফতর। কিন্তু অধ্যক্ষর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুক্রবার সকাল থেকে ধর্ষণ-খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই হাসপাতালের চিকিৎসক-পড়ুয়ারা সকলেই দাবি তোলেন, অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে।
advertisement

রবিবার একই দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রাক্তনীদের সংগঠন। প্রসঙ্গত, ঘটনায় জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ অব্যাহত। মোবাইলের টর্চ জ্বালিয়ে ‘আমরা করব জয় গান’ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের।
advertisement
প্রসঙ্গত ঘটনার কথা সামনে আসার পরে হাসপাতালের প্রিন্সিপালের করা মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে৷ আন্দোলনকারীদের তরফেও তাঁকে বরখাস্ত করার দাবি জানান হয়েছিল৷ সঞ্জয় বশিষ্টকে সরিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে অধ্যাপক হিসাবে পাঠানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2024 7:57 PM IST