'কঠিন সময়, চ্যালেঞ্জ জিতবই!' ইদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
করোনা সংক্রমণ রুখতে গোটা দেশেই বাড়িতে থেকে ইদ পালনের জন্য আবেদন করা হয়েছে৷ ফলে অন্যান্য বারের তুলনায় একেবারে ব্যতিক্রমী পরিস্থিতিতে ইদ পালিত হচ্ছে৷
#কলকাতা: কঠিন সময়, তাই ঘরে থেকেই ইদ পালন করুন৷ খুশির ইদে শুভেচ্ছা জানাতে গিয়ে ফের একবার এই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'ইদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই৷ আসুন সবাই মিলে বাড়িতে থেকেই এই মহান উৎসব পালন করি৷ এখন কঠিন সময়, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে আমরা এই চ্যালেঞ্জ অতিক্রম করবই৷ প্রত্যেককে আমার শুভেচ্ছা৷'
করোনা সংক্রমণ রুখতে গোটা দেশেই বাড়িতে থেকে ইদ পালনের জন্য আবেদন করা হয়েছে৷ ফলে অন্যান্য বারের তুলনায় একেবারে ব্যতিক্রমী পরিস্থিতিতে ইদ পালিত হচ্ছে৷ পশ্চিমবঙ্গে এর সঙ্গে যোগ হয়েছে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডব৷ ঝড়ে বিধ্বস্ত এলাকাগুলির গৃহহীন বহু মানুষের কাছে ঘরে থেকেও ইদ পালনের সুযোগ নেই৷ কারণ বেঁচে থাকাটাই তাঁদের কাছে কঠিন হয়ে উঠেছে৷
advertisement
advertisement
Saddened & shocked at the death Chhogel Moktam Tamang, who died in the line of duty. He was BDO Tapan, Dakshin Dinajpur, West Bengal. On Sun he died in a road accident. My condolences to his family & colleagues. So many on govt duty risking their lives to keep us safe. Salute.
— Mamata Banerjee (@MamataOfficial) May 25, 2020
advertisement
এই পরিস্থিতিতে বার বারই যাবতীয় সতর্কতা বিধি মেনেই ইদের উৎসবে সামিল হওয়ার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ অন্যান্য বার রেড রোডে নমাজ পাঠের সময় হাজির হন তিনি৷ ইদের আগে বিভিন্ন ইফতারে যোগ দিতেন মুখ্যমন্ত্রী৷ এবার সেই সুযোগও নেই৷ যা নিয়ে আক্ষেপও করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2020 11:24 AM IST







