Mamata Banerjee: ঝড়ের তাণ্ডবে একাধিক মৃত্যু! জরুরি ভিত্তিতে জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Mamata Banerjee Jalpaiguri Storm: জরুরি ভিত্তিতে রবিবার রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বায়ুসেনা থেকে অনুমতি পেতেই দমদম বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

জলপাইগুড়ি যাচ্ছেন মমতা
জলপাইগুড়ি যাচ্ছেন মমতা
কলকাতা: কালবৈশাখী ঝড়ের তাণ্ডব উত্তরবঙ্গে। আর তাতেই ঘটল বিপত্তি। জলপাইগুড়িতে কিছুক্ষণের ঝড়েই বিপর্যস্ত হয়ে যায় এলাকা। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, ময়নাগুড়ি-সহ একাধিক এলাকা। ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চার ব্যক্তির। আহত শতাধিক। জরুরি ভিত্তিতে রবিবার রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বায়ুসেনা থেকে অনুমতি পেতেই দমদম বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বাগডোগরায় নামবে। কিছুক্ষণ আগেই প্রতিরক্ষা মন্ত্রক অনুমতি দিয়েছে বিমান নামার। একই সঙ্গে হাসিমারার অনুমতিও মিলেছে। সোমবার হাসপাতালে আহতদের দেখার পাশাপাশি উনি এলাকায় যাবেন। রাতে শিলিগুড়ি বা চালসায় থাকার কথা মুখ্যমন্ত্রী মমতার। রাতেই বাগডোগরা বিমানবন্দর নেমে সড়কপথে জলপাইগুড়ি যাবেন।
আরও পড়ুন: কোনটা ‘আপ’ ট্রেন আর কোনটাই বা ‘ডাউন’! ট্রেনের আপ-ডাউন কীভাবে ঠিক হয় জানেন?
রাতেই আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। নিহতদের বাড়িও যাবেন তিনি। সোমবার জলপাইগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল করা হয়েছে। বিকেল ৫টায় শিলিগুড়িতে দলীয় বৈঠক করবেন অভিষেক। ঝড়ের এমন মারাত্মক প্রভাবের কারণেই জলপাইগুড়ির সভা বাতিল করা হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্ত নগর এলাকার বাসিন্দা ৫২ বছরের দ্বীজেন্দ্র নারায়ণ সরকার সেই সময় একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। ঝড়ের দাপটে সেই গাছ তাঁর উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ড, চা বাগান এলাকাও ঝড়ে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ময়নাগুড়ি ও বার্নিশ এলাকায় ঝড় ও সেই সঙ্গে শিলা বৃষ্টিতে ঘরবাড়ির পাশাপাশি চাষের জমি ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ঝড়ের তাণ্ডবে একাধিক মৃত্যু! জরুরি ভিত্তিতে জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement