Mamata Banerjee: বাংলার জন্য গর্বের দিন, মিলনের উৎসব দুর্গাপুজো হেরিটেজ হওয়ায় ট্যুইট মমতার
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
UNESCO Heritage Durga Puja: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময়ে দুর্গাপুজোকে ইউনেসকোর হেরিটেজ তালিকায় রাখার কথা বলেন৷
#কলকাতা: বুধবার ইউনেসকো কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। সেই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে এই ঘোষণার পরে ট্যুইট করলেন তিনি। লিখলেন, 'সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিদের জন্য উৎসবের থেকেও বেশি কিছু কলকাতার দুর্গাপুজো। এটি একটি আবেগ, যা সকলকে জড়িয়ে রাখে এক সঙ্গে। আর এখন ইউনেসকোর Intangible Cultural Heritage of Humanity-এর তালিকায় স্থান পেয়েছে কলকাতার দুর্গাপুজো। আমাদের আনন্দের সীমা নেই।'
বুধবার বিকেলে ইউনেসকোর ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ঘোষণা করা হয়েছে। মানবতার ঐতিহ্য, এই শব্দবন্ধ লিখে হেরিটেজ ঘোষণা করে ইউনেসকো। প্রতিবছরই কলকাতার দুর্গাপুজোয় ভিড় করেন পৃথিবীর বিভিন্ন অংশের মানুষ। বিদেশ থেকেও পর্যটক আসেন। কলকাতার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরের উৎসবের চেহারা দেওয়ার কথা অনেকদিন ধরেই বলে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো পুজোর শেষে আয়োজিত হয় আন্তর্জাতিক স্তরের পুজো কার্নিভাল, যেখানে বিদেশিদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। এ ছাড়া পুজোর কয়েকদিন তো ভিড়ে থইথই তিলোত্তমার রাস্তাই প্রমাণ করে, কতটা জনপ্রিয় এই রাজ্যের উৎসব।
advertisement
আরও পড়ুন: কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি, ইউনেসকোর ঘোষণায় তিলোত্তমার ঐতিহ্য
এর আগে কুম্ভমেলাকে বিশেষ সাংস্কৃতিক ও ঐতিহ্যের মর্যাদা দিয়েছে ইউনেসকো৷ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার জেজুতে ইউনেসকোর দ্বাদশ অধিবেশনে ভারতের এই মেলাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়৷ ইউনেসকোর তরফে তখন বলা হয়েছিল, ভারতে বৈচিত্রের মধ্যে ঐক্য এক অনন্য নজির হয়ে রয়েছে কুম্ভ মেলা৷ এই মেলা ভারতীয় ঐতিহ্য, ভক্তি ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক৷ কুম্ভ মেলার পর পূর্ব ভারতের অন্যতম বড় উৎসব দুর্গাপুজো ইউনেসকোর হেরিটেজ তালিকায় ঢুকে পড়ল৷ ইউনেসকো আনুষ্ঠানিক ভাবে এ ব্যাপারে ঘোষণা করবে ১৮ ডিসেম্বর৷
advertisement
advertisement
দুর্গাপুজোকে ইউনেসকোর হেরিটেজ তালিকায় রাখার দাবি অনেকদিনের৷ পশ্চিমবঙ্গ সরকার অনেকবার কেন্দ্রের কাছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার অনুরোধ করে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময়ে দুর্গাপুজোকে ইউনেসকোর হেরিটেজ তালিকায় রাখার কথা বলেন৷ অবশেষে দুর্গাপুজোর হেরিটেজ তকমা চেয়ে ইউনেসকোর কাছে আবেদন করে ভারত সরকার৷ বিশ্ব জুড়ে এমন বহু আবেদন ইউনেসকোরর কাছে জমা পড়ে৷
advertisement
Proud moment for Bengal!
To every #Bengali across the world, Durga Puja is much more than a festival, it is an emotion that unites everyone. And now, #DurgaPuja has been added to the Representative List of Intangible Cultural Heritage of Humanity. We are all beaming with joy! — Mamata Banerjee (@MamataOfficial) December 15, 2021
advertisement
সেই আবেদনগুলি খতিয়ে দেখতে ১৩ ডিসেম্বর প্যারিসে বিশেষ অধিবেশনে বসেন ইউনেসকোর আধিকারিকরা৷ সেই সব আবেদন খতিয়ে দেখার পরই বাঙালির দুর্গাপুজোকে হেরিটেজ তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইউনেসকো৷ ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে আয়োজিত হচ্ছে ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬তম অধিবেশন।
Two minutes of silence for @AmitShah and all the tall leaders at @BJP4India who, during their pre-election political tours, HILARIOUSLY CLAIMED that DURGA PUJA IS NOT CELEBRATED IN WEST BENGAL.
Your BIGOTRY and HOAX has been BUSTED, you stand EXPOSED YET AGAIN! https://t.co/MvBpgq3eVj — Abhishek Banerjee (@abhishekaitc) December 15, 2021
advertisement
সেই অধিবেশনেই ‘কলকাতার দুর্গাপুজো’-কে ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় যুক্ত করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 15, 2021 8:40 PM IST