স্বাস্থ্যসাথী কারা নিচ্ছে না? অভিযোগ পেলে লাইসেন্স বাতিল, কড়া ধমক মমতার
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মমতা এ দিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও একাধিক নির্দেশ দেন মমতা৷ তিনি এ দিন প্রসূতি মৃত্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা৷
#কলকাতা: স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে প্রশাসনের কড়া অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বাস্থ্যসাথীর আওতায় থাকার পরেও অনেক বেসরকারি হাসপাতাল কেন স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছেন না সাধারণ মানুষকে, এমন অভিযোগ নিয়ে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর৷ তিনি সেই কারণে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, ‘‘কত হাসপাতাল আছে, যেটা স্বাস্থ্যসাথী পরিকাঠামো সত্ত্বেও স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছে না সাধারণ মানুষকে৷ এমন হলে কড়া ব্যবস্থা নিতে হবে৷ না হলে তুমি লাইসেন্স বাতিলও করে দিতে পার৷’’
মমতা এ দিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও একাধিক নির্দেশ দেন মমতা৷ তিনি এ দিন প্রসূতি মৃত্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ জেলাস্তরের স্বাস্থ্য আধিকারিকদের মমতা এ দিন ক্ষোভের সঙ্গেই বলেন, আপনারা রেফার করা বন্ধু করুন৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'পাগলে কী না বলে!' মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ, পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের
প্রসূতিদের রেফার করার ফলে পাঁচ-ছ’ঘণ্টা যাত্রা করতে গিয়ে অনেক মা-এর মৃত্যু হচ্ছে৷ এটা চলবে না৷ কারা রেফার করছে, সে বিষয়টি দেখতে বলেন মমতা৷ পাশাপাশি স্বাস্থ্যসচিবকে কড়া হাতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলেন৷ পাশাপাশি, তিনি বলেন, স্বাস্থ্যসাথীর সুযোগ অনৈতিক ভাবে যাঁরা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে৷
advertisement
পাশাপাশি, মমতাকে এ দিন শোনা যায় জেনেরিক ওষুধ থেকে শুরু করে অনেকে বেসরকারি হাসপাতালে বৈআইনি ভাবে বিল নেওয়ার কথা বলা হয়৷ আর তাতেই আরও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বললেন, ‘‘আপনারা ধরুন না৷ এরকম বিল করলে আপনারা ধরুন৷ ভেন্টিলেশনে থাকা রোগীর টুথ পেস্টের টাকা নেওয়া হলে তার পাঁচ হাজার গুণ ফাইন নিন, তা হলে ঠিক হয়ে যাবে৷’’
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2022 4:08 PM IST