হুইল চেয়ারে বসেই আবার নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় 

Last Updated:

নয়া সূচি অনুযায়ী তিনি ১৯ তারিখ নন্দীগ্রাম যাবেন। ২০ তারিখ তাঁর সভা করার পরিকল্পনা রয়েছে।

#কলকাতা: ফের নন্দীগ্রাম সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সূত্রে খবর আগামী ১৯ ও ২০ তারিখ তিনি নন্দীগ্রাম সফর করবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর সফর ছিল ১৯ তারিখ। ওই দিন তাঁর বেশ কয়েকটি সভা করার কথা ছিল। এগরা, পটাশপুর ও তমলুকে তাঁর সভা করার কথা ছিল। নয়া সূচি অনুযায়ী তিনি ১৯ তারিখ নন্দীগ্রাম যাবেন। ২০ তারিখ তাঁর সভা করার পরিকল্পনা রয়েছে।
নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়  সভা ও একটি রোড শো করতে পারেন বলে সূত্রের খবর। নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়  প্রচার শুরু করে দিয়েছেন। গত ৯ ও ১০ মার্চ তিনি নন্দীগ্রামে একাধিক মন্দির, পীরস্থান পরিদর্শন করেন। এমনকি নন্দীগ্রামে একটি সভাও করেন তিনি। যদিও এই সফরের মাঝেই গত ১০ তারিখ তিনি নন্দীগ্রামে আহত হন। নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তার পায়ে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। সেই আঘাতের পরেও চিকিৎসকদের ৪৮ ঘন্টার পরামর্শ নেওয়ার বিষয়কে দূরে সরিয়ে রেখে তিনি প্রচারে নেমে গিয়েছেন।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোট নিয়ে অবশ্য রাজ্য রাজনীতিতে ব্যাপক চাপানউতোর চলছে। এসবের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রচার করতে যাচ্ছেন নন্দীগ্রামে। ইতিমধ্যেই ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে একটি রোড শো করেন মমতা বন্দোপাধ্যায়। হুইল চেয়ারে চেপেই তিনি নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে সাধারণ মানুষের কাছে পৌছে যাওয়ার চেষ্টা করেছিলেন। গত সপ্তাহে নন্দীগ্রাম  সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়  জানিয়েছিলেন তিনি ফের প্রচার করবেন সেখানে। নন্দীগ্রামের ২ ব্লকে তিনি মিছিল করবেন বলে জানিয়েছিলেন।
advertisement
advertisement
নন্দীগ্রাম আসনে দ্বিতীয় দফায় ভোট হলেও সকলের নজরে এই কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ এই আসনে বিজেপির শুভেন্দু অধিকারী এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই পালটা হুইল চেয়ারে চেপেই নন্দীগ্রাম যাচ্ছেন মমতা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
হুইল চেয়ারে বসেই আবার নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement