উত্তরবঙ্গ সফর সেরেই কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী! চার পুজোর উদ্বোধন করবেন মমতা

Last Updated:

বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। তারপরেই পূজো উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী।

চারটি কালীপুজোর উদ্বোধনে  মুখ্যমন্ত্রী
চারটি কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী
#কলকাতা: চারদিনের উত্তরবঙ্গ সফর শেষ করেই বৃহস্পতিবারই কালীপুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন সূত্রে খবর ইতিমধ্যেই চারটি কালীপুজোর উদ্বোধনে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানবাজার সম্মিলিত কালীপুজো, শেক্সপিয়ার সরণির ইয়ুথ ফ্রেন্ডস, দেবেন্দ্র ঘোষ রোডের ইন্ডিয়া ক্লাব ও হরিশ মুখার্জী রোডের ভেনাস ক্লাব। এই চারটি কালীপুজোর উদ্বোধন উত্তরবঙ্গ সফর শেষ করেই কলকাতা ফিরেই করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ইতিমধ্যেই পুজো উদ্বোধনের এই সুচি ও চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুজোর উদ্বোধন যে ক্লাবগুলো করে থাকেন এবারও তার ব্যতিক্রম হয়নি। অন্যদিকে তিনি দুর্গাপুজোর উদ্বোধন এ বছর প্রথম জেলায় জেলায় ভার্চুয়ালি করেছেন। দুর্গাপুজোর উদ্বোধন তিন দফায় প্রায় এক হাজারের কাছাকাছি পুজোর উদ্বোধন করেছেন। মহালয়ার দিন থেকেই বিভিন্ন জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, তবে এখনও পর্যন্ত সূচি অনুযায়ী এই চারটি কালীপুজোরই উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই কালীপুজো করেন।
advertisement
advertisement
অন্যদিকে সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। চার দিনের উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ির মাল বাজারে মাল নদীর হড়পা বানের নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। দেখা করার পাশাপাশি মঙ্গলবার মাল বাজারে একটি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ফের সাক্ষাৎ করেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রত্যেক সদস্যকে চাকরির অফার লেটার ও এদিন মুখ্যমন্ত্রী নিজের হাতে তুলে দেন পরিবারের সদস্যদের।
advertisement
অন্যদিকে যারা সাহসিকতা দেখিয়ে বাসিন্দাদের উদ্ধার করেছিলেন হড়পা বান থেকে তাদের মধ্য থেকে সাতজনকে এদিন পুরস্কৃত করা হয়। ১ লক্ষ টাকার চেক ও একটি করে সম্মান পত্র এদিন তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
বুধবার শিলিগুড়িতে একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে খবর সেই বিজয়া সম্মেলনীতে উত্তরবঙ্গের সব ক্লাবের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের শিল্পপতি-সহ বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই বিজয়া সম্মিলনীতে। থাকবেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনী অনুষ্ঠানে। বৃহস্পতিবার দুপুরেই শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উত্তরবঙ্গ সফর সেরেই কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী! চার পুজোর উদ্বোধন করবেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement