Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি.লিট, জাপানের বিশ্ববিদ্যালয় সম্মান জানাবে ধনধান্য প্রেক্ষাগৃহে

Last Updated:

কলকাতা ও সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় এর আগে ডি.লিট দিয়েছে মমতা বন্দোপাধ্যায়কে। 

News18
News18
আবীর ঘোষাল, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে জুড়ছে আরও একটি পালক। ফের সাম্মানিক ডি.লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মান পাবেন তিনি। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধনধান‍্য প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ।
এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় ও ভুবনেশ্বরের KIIT থেকে সাম্মানিক ডি.লিট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এবার জাপানের এক বিশ্ববিদ্যালয় থেকে সেই সম্মান প্রাপ্তি হতে চলেছে।কলকাতার ধনধান্যে প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করবেন ইয়াকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। সেই উপলক্ষে তাঁদের কলকাতায় আগমন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
২০১৮ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট পান। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁর হাতে সেই সম্মান তুলে দিয়েছিলেন। বছর পাঁচ পর, ২০২৩-এ মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডি.লিট দেয় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। রীতি মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মানিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’ বা KIIT-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর প্রাপ্তি সাম্মানিক ডক্টরেট। এবার বিদেশি বিশ্ববিদ্যালয়ের তরফে সম্মান পেতে চলেছেন মুখ্যমন্ত্রী। বুধবারই হবে সেই অনুষ্ঠান।
advertisement
গত মার্চ মাসে বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে। অক্সফোর্ডের অধীন কেলগ কলেজে বক্তব্য রেখেছিলেন তিনি। রাজ্যের উন্নয়ন-সহ একাধিক বিষয়ে কথা বলেন সেখানে। তবে সেখানে অনুষ্ঠান চলাকালীন মমতাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। এবার এক আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন তিনি।
advertisement
উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রী পদে বসার পর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিরোধীদের একাংশ কটাক্ষ করলেও, তাতে তাঁর জনপ্রিয়তা ও জনসমর্থনে কোনও প্রভাব পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তাঁর রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বেড়েছে বহুগুণে। এবার আন্তর্জাতিক স্তরেও সেই স্বীকৃতি মিলতে চলেছে এই সাম্মানিক উপাধির মাধ্যমে। এর আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির হয়ে জাপানের প্রতিনিধিরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি.লিট, জাপানের বিশ্ববিদ্যালয় সম্মান জানাবে ধনধান্য প্রেক্ষাগৃহে
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement