Mamata Banerjee : লক্ষ্য ২৮শে অগাস্ট! 'দেশ বাঁচাবে মমতা' টিজার লঞ্চ তৃণমূল ছাত্র পরিষদের, চলছে জোরদার প্রস্তুতি...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee : ২৮ আগস্ট ছাত্র সমাবেশে ভার্চুয়ালি রেকর্ড গড়তে চায় টিএমসিপি (TMCP)।
#কলকাতা : ভার্চুয়াল আবহে ২১শে জুলাই ব্যাপক সাফল্যের পরে এবার নজরে ছাত্র সংগঠনের অনুষ্ঠান। তৃণমূল কংগ্রেসের(Trinamool Congress) লক্ষ্য আগামী ২৮ অগাস্ট। যেখানে ছাত্র-যুবদের ভার্চুয়ালি বার্তা দেবেন সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। করোনা আবহে এবার ভারচুয়াল হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এসপ্ল্যানেডে গান্ধি মূর্তির পাদদেশে নয়।
২১শে জুলাইয়ের মতোই কালীঘাট থেকে ছাত্র-যুবদের (TMCP) উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। দুপুর ২ সময় মমতা বন্দোপাধ্যায়ের(Mamata Banerjee) সেই ভার্চুয়াল বক্তৃতা শোনা যাবে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অফিসিয়াল পেজ থেকেও। সরাসরি সম্প্রচার হবে ফেসবুক, ইউটিউব ও ট্যুইটার মাধ্যমে। আপাতত তৃণমূলের লক্ষ্য আগামী শনিবার ছাত্র-যুবদের এই কর্মসূচী পালন। তাই ছাত্র-যুব সমাবেশ সফল করতেই শুরু হয়ে গিয়েছে ডিজিটাল ক্যাম্পেন।
advertisement
চলতি বছরে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নিজেদের ব্লগ তৈরি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সেখানে একাধিক চমক রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত প্রাক্তন নেতাদের ইন্টারভিউ এই ব্লগে থাকছে। যা আপলোড করা হয়েছে তৃণমূলের ইউটিউব চ্যানেলেই। ইতিমধ্যেই এই ব্লগের উদ্বোধন করেছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ব্লগে সাক্ষাৎকার দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অশোক দেব, তাপস রায়। এছাড়া ব্লগে থাকছে একাধিক বিশিষ্ট মানুষের লেখা। থাকছে শিক্ষা, ভ্রমণ, ক্রীড়া, বিনোদন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। তবে ছবি-ভিডিও সহ ভ্রমণ কাহিনির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
advertisement
advertisement

জেলায় জেলায় ছাত্র সংগঠন যারা সামলেছেন তাদেরকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্লগের লেখনীতে তাদের লেখাও থাকছে। থাকছে জেলার নেতাদের বাছাই করা ইন্টারভিউ। প্রতিবছর যেখানে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান সম্পন্ন হয়, এবারও তা বাতিল হচ্ছে না। গান্ধি মূর্তির পাদদেশেই হবে শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠান। তবে কোভিড আবহে হবে না কোনও জমায়েত।
advertisement
ইতিমধ্যেই ২৮ অগাস্টের অনুষ্ঠান নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন সমস্ত তারকা বিধায়করা। রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, লাভলি মৈত্র, জুন মালিয়া'র মতো তারকা বিধায়করা ইতিমধ্যেই দলীয় কর্মসূচীতে তাদের বক্তব্য জানিয়েছেন। এবারের ২৮ অগাস্টের জন্যে জেলায় জেলায় গান বেঁধেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রতিটি জেলার সিগনেচার টিউন হিসাবে যা ব্যবহার হচ্ছে। ভার্চুয়ালি এবারের কর্মসূচীকে ট্রেন্ডিং করতে চায় জোড়া ফুল শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 26, 2021 8:48 AM IST









