শাকসবজির দামে আগুন, বাজারদর নিয়ন্ত্রণে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Last Updated:
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর আজ শহরের বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। নজরদারিতে পুলিশও। ৮টি দলে ভাগ হয়ে বিভিন্ন বাজারে সমীক্ষা চালান আধিকারিকরা।
#কলকাতা: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর আজ শহরের বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। নজরদারিতে পুলিশও। ৮টি দলে ভাগ হয়ে বিভিন্ন বাজারে সমীক্ষা চালান আধিকারিকরা। পাইকারির সঙ্গে খুচরো বাজারে দামের পার্থক্য খতিয়ে দেখা হয়। নজরে ফড়েদের ভূমিকাও।
আলু, পেঁয়াজ, আদা-রসুন, ফুলকপি, বাঁধাকপি, লঙ্কা, পটল,টমেটো.......বাজারে ঢুকলেই হাতে ছেঁকা। হেঁশেলের রসদ জোগাড়ে পকেট খালি হওয়ার জোগাড়।
বৃহস্পতিবার নবান্নে টাস্ক ফোর্স, পঞ্চায়েত ও কৃষি বিপণন দফতর ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরই শুক্রবার বিভিন্ন বাজারে সমীক্ষা শুরু করলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। নজরদারিতে ছিল পুলিশও। পোস্তা, কোলে মার্কেট-সহ বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন তাঁরা।
advertisement
advertisement
---আটটি টিমে ভাগ হয়ে বিভিন্ন বাজারে সমীক্ষা চালান ইবির আধিকারিকরা
---আলু, পেঁয়াজ, শাকসবজির দাম নিয়ে খোঁজ নেন
--পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের দামের তফাত খতিয়ে দেখা হয়
--কেন দামের পার্থক্য বোঝার চেষ্টা করেন আধিকারিকরা
--হিমঘর মালিকরা অন্যায়ভাবে দাম বাড়াচ্ছে কিনা খতিয়ে দেখা হয়
বুলবুলের দাপটেই সবজির দাম উর্ধ্বমুখী। সবজির দাম বাড়ছে বলেই, আলুর দাম বাড়াচ্ছে স্টোরেজ মালিকরা। দাবি সবজি বিক্রেতাদের।
advertisement
বুলবুল আসার আগেই সবজি দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। রাজ্যের দাবি, ফড়েদের দাপটেই সবজির অস্বাভাবিক দাম বেড়েছে। বাজার সমীক্ষায় নেমে ফড়েদের ভূমিকাও খতিয়ে দেখেন ইবির আধিকারিকরা। এদিকে দামের ঝাঁজে নাভিশ্বাস ক্রেতাদের।
সব বিষয় খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব নবান্নে রিপোর্ট পাঠাবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2019 2:45 PM IST