নজরে দু’দিনের সুন্দরবন সফর, জেলা নিয়ে বিশেষ ঘোষণা আজ? জল্পনা প্রশাসনিক মহলে
- Published by:Siddhartha Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
আজ, মঙ্গলবার থেকেই দুদিনের সুন্দরবন সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বৃক্ষ পুজো করার পাশাপাশি প্রশাসনিক সভাতেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মঙ্গলবার অর্থাৎ আজ থেকে দু’দিনের সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরেই সুন্দরবন জেলা নিয়ে বিশেষ ঘোষণা হতে পারে? অন্তত তেমনটাই জল্পনা প্রশাসনিক মহলে। নবান্ন সূত্রে খবর, ২৯ নভেম্বর অর্থাৎ আজ ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে রওনা দিয়ে সরাসরি পৌঁছে যাবেন বসিরহাট পুলিশ জেলার শামসেরনগর হেলিপ্যাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শামসেরনগর হেলিকপ্টার গ্রাউন্ডে পৌঁছে শামসের নগরে প্রতিমা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া ময়দানে একটি সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশাসনিক সভায় বেশ কিছু প্রকল্পের বিতরণ কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মূলত রাজ্য সরকারের যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে সেই সামাজিক প্রকল্পগুলির মধ্যে থেকেই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের বিতরণ এই সভা থেকেই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার-সহ একাধিক প্রকল্পের উপভোক্তাদের নিজের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
এই প্রশাসনিক সভার শেষ হওয়ার পর ময়দান সংলগ্ন এলাকায় বনবিবি মন্দিরে প্রকৃতি পুজো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রকৃতি পুজো করার পর শামসেরনগর হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে হাসনাবাদের টাকি এরিয়ান ক্লাব ফুটবল গ্রাউন্ডে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। ওই দিন রাতে টাকিতে থাকার পর বুধবার টাকি থেকেই সরাসরি ডুমুরজলা হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন জেলা নিয়ে বিশেষ ঘোষণা করে সুন্দরবনবাসীর উদ্দেশ্যে উপহার দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।
advertisement
প্রসঙ্গত এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেতে চলেছেন। জেলা সফর নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন ‘‘মঙ্গলবার আমি হিঙ্গলগঞ্জের বৃক্ষ পূজা করব। প্রকৃতি পুজো করব। সুন্দরবনের ব্যাপারে মাস্টার প্ল্যান করে আমরা নীতি আয়োগে জমা দিয়েছি। প্রত্যেক বছর এখানে সাইক্লোন, বন্যা হয়। মাস্টার প্ল্যান হলে সমস্যা মিটবে। আমি বন মন্ত্রীকে বলবো সিরিয়াস হয়ে বিষয়টি দেখতে ৷ ’’
advertisement
প্রসঙ্গত কয়েকদিন আগেই নদিয়া সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সফরেই নতুন দুটি জেলা তৈরির কথা জানিয়েছিলেন। ওই দুটি জেলার নাম সুন্দরবন এবং বসিরহাট। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার ১৯ টি ব্লক রয়েছে সুন্দরবনে। যার মধ্যে ১৩ টি ব্লক দক্ষিণ ২৪ পরগণায়। আরি ১৩ টি ব্লক নিয়েই সুন্দরবন জেলা হবে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা বাকি যে ৬টি ব্লক থাকছে সেগুলি নিয়ে তৈরি হওয়ার কথা বসিরহাট জেলার। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরে নতুন করে আশা বাধছে সুন্দরবনবাসী। এই সফরে নয়া কোনও প্রকল্পের ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাও জল্পনা প্রশাসনিক মহলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 7:01 AM IST