সিপিআইএম আমলে স্বাস্থ্য কেলেঙ্কারি, বাঁচিয়ে ছিলেন অশোক গঙ্গোপাধ্যায়: মমতা

Last Updated:

Mamata Banerjee: মমতা নিশানা করেছিলেন বাম আমলের নিয়োগ দুর্নীতিকে। বলেছিলেন, ''সিপিএম আমলে চাকরি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ লক্ষ টাকায়।’

বাম আমলকে নিশানা মমতার
বাম আমলকে নিশানা মমতার
#কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে হইচই। সিবিআই তদন্তে বাংলা তোলপাড়। বিরোধী বিজেপি, বামেদের নিশানায় শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে শিক্ষক দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি নিয়ে পূর্বের বাম সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন সিপিআইএম আমলের স্বাস্থ্য দুর্নীতিকে। বললেন, ''সিপিআইএম-এর সময়ে স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছিল। তখন সেই সময় অশোক গঙ্গোপাধ্যায় বাঁচিয়ে দিয়েছিলেন। সিপিআইএম-এর আমলে একটা কাগজও পাইনি। একটা কাগজও খুঁজে পাওয়া যায়নি। আমাদের তো সব কাগজ পাওয়া গিয়েছে।''
প্রসঙ্গত, এর আগেও মমতা নিশানা করেছিলেন বাম আমলের নিয়োগ দুর্নীতিকে। বলেছিলেন, ''সিপিএম আমলে চাকরি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ লক্ষ টাকায়।’ একই সঙ্গে তাঁর দাবি, ‘আমরা চাই চাকরি হোক, ওরা চায় না চাকরি হোক। তাই ওরা পিঁপড়ের মতো করে কামড় দিচ্ছে।’
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতি ইস্যুতেও ভাষণের শুরুতেই বামেদের নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। রীতিমতো কটাক্ষের সুরে মমতা আগেও প্রশ্ন তুলেছেন, ‘রাজ্যে এখনও ১৭ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। তা সত্ত্বেও আমরা নিয়োগ করতে পারছি না। কারণ, একের পর এক মামলায় নিয়োগ আটকে রয়েছে। আপনাদের আমলে কটা চাকরি দিয়েছিলেন?’
advertisement
এদিকে, এসএসসি-তে আন্দোলনরত চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন৷ কিন্তু পার্থই তাঁকে জানিয়েছিলেন, ওই চাকরিপ্রার্থীদের নম্বর পারমিট করছে না৷ নাম না করে এসএসসি তে যোগ্য প্রার্থীদের বঞ্চনার দায় কার্যত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপরেই চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে চাকরি পেতে দেরির জন্য সিপিএম প্রভাবিত সরকারি কর্মীদেরও দায়ী করলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিপিআইএম আমলে স্বাস্থ্য কেলেঙ্কারি, বাঁচিয়ে ছিলেন অশোক গঙ্গোপাধ্যায়: মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement