Mamata Banerjee: গঙ্গাসাগর নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা? 'স্টোভ-বন্দুক' নিয়ে সতর্কতার বার্তা মুখ্যমন্ত্রীর
- Published by:Suman Biswas
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''৮ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা। ভারত সেবাশ্রম সংঘ অনেক ভালো কাজ করে। গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব।''
#সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে ফের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ডিসেম্বর অর্থাৎ আজ বুধবার দুপুর তিনটে থেকে এই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে প্রত্যেকটি দফতরের সচিবদের উপস্থিত ছিলেন। সেখানেই গঙ্গাসাগর নিয়ে আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ''স্টোভ নিয়ে কেউ ঢুকছে নাকি বন্দুক নিয়ে কেউ ঢুকছে, তা দেখতে হবে। অনেকেই তো ভেস্তে দিতে পারে।''
মুখ্যমন্ত্রী বলেন, ''৮ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা। ভারত সেবাশ্রম সংঘ অনেক ভালো কাজ করে। গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব। করোনার সময় সমস্যা থাকলেও আমাদের মেলা হয়েছে। গঙ্গাসাগরে আমরা ট্য়াক্স তুলে দিয়েছি। জেলাপরিষদ থেকে একটা ইন্সুরেন্স করা হয়েছে। ২৫৫০ সরকারি বাস, ৫৫০ টি বেসরকারি বাস ব্যবহার করা হবে। রেলকে অনুরোধ করব নামখানা, হাওড়া, শিয়ালদহতে যাতে বেশি ট্রেন চালানো যায়। মেলা পরিষ্কার করার জন্য ১০ হাজারের বেশি টয়লেট, সব ব্যবস্থা থাকছে। বিচ পরিষ্কার করার জন্য ৩০০০ ভলান্টিয়ার নেওয়া হবে। আমাদের লক্ষ্য প্লাস্টিক ফ্রি করা।''
advertisement
advertisement
করোনা পরিস্থিতি কাটিয়ে এবারে গঙ্গাসাগর মেলার ভিড় আরও বাড়বে বলেই অনুমান করছে প্রশাসন। সেই কথা মাথায় রেখেই এবার আরও আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপও নিতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। তা নিয়ে বেশ কয়েক দফার নির্দেশ আজকের বৈঠক থেকে দেন মুখ্যমন্ত্রী।
advertisement
পাশাপাশি ডিসেম্বরে শেষ দিকে বা জানুয়ারি প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গঙ্গাসাগর সফরে যেতে পারেন। সাধারণত গঙ্গাসাগর মেলার আগে মুখ্যমন্ত্রী সরেজমিনে গঙ্গাসাগরে যান। ডিসেম্বরের শেষ দিকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর সফরে যেতে পারেন সেই প্রস্তুতি ধরেই এগোচ্ছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্য সচিব এক প্রস্থ বৈঠক করে ফেলেছেন। মূলত দু'বছর করোনা কাটিয়ে এবার পূণ্যার্থীরা দের ভিড় সব রেকর্ড ছাপিয়ে যাবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। আর তাই জনসমাগম বেশি হবে ধরে নিয়ে পরিষেবার পরিধিও বাড়ানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 4:57 PM IST
