Mamata Banerjee: ‘যার কাজ করার কথা সে করছে না..’, বন্যা পরিস্থিতে নিয়ে ডিভিসে-কে তোপ মুখ্যমন্ত্রীর
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: বন্যা পরিস্থিত নিয়ে ডিভিসি-কে কটাক্ষ করে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। তার জন্য আমাদের ২৫০০, কোটি টাকা খরচ হচ্ছে। যার কাজ করার কথা সে করছে না।’
কলকাতাঃ রাজ্য চলছে বাদল অধিবেশন। মঙ্গলবারের অধিবেশনে বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিত নিয়ে ডিভিসি-কে কটাক্ষ করে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে ডিভিসি। তার জন্য আমাদের ২৫০০, কোটি টাকা খরচ হচ্ছে। যার কাজ করার কথা সে করছে না।’
আরও পড়ুনঃ মুরগির মাংসের এই অংশটি ভীষণ ‘ক্ষতিকারক’! জিভে জল এলেও ভুলেও দাঁতে কাটবেন না, কারণ জানলে আজই ছাড়বেন
তিনি আরও বলেন, ‘ কলকাতার গঙ্গা বন্দরের আওতায়, হলদিয়াতে পলি জমেছে। ড্রেজিং হয় না। জল ধারণ ক্ষমতা কমেছে। এক লক্ষ ধরছে, আর চার লক্ষ আমাদের ঘাড়ে ছেড়ে দিচ্ছে। এতে মানুষের সমস্যা বাড়ছে। বন্যায় ফসল, বাড়ি ভেসে যাচ্ছে। যাদের কাজ করার কথা, তারা সেটা করছে না।’
advertisement
মঙ্গলবারের অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বের দূষণ নিয়েও তাঁর চিন্তা প্রকাশ করেন। তিনি বলেন, ‘পরিবেশ দূষণ থেকে সবাইকে রক্ষা করতে হবে। সবকিছু যেন ভাল থাকে। পরিবেশ দূষণ থেকে মানুষকে মুক্ত করতে হবে। কেন্দ্র ইদানিং স্ট্রাকচার চেঞ্জ করছে। ফেডারেল স্ট্রাকচার চেঞ্জ করছে। রাজস্থান আর গুজরাতে দেখুন দূষণের মাত্রা। ওদের ওখানে বন্দর আছে। আমাদেরও আছে। কিন্তু বন্দর ড্রেজিং করে না।’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘রাজস্থানে দূষণ এর মাত্রা কত? রুল তৈরি করবে স্টেট govt, কেন্দ্র নির্দেশ দিতে পারে। কিন্তু রাজ্য রুল তৈরি করতে পারে। আমরাই প্রথম রাজ্য ২০১১ সালের আগে একটা ম্যানিফেস্টো করেছিলাম, আমরা ইতিমধ্যই সাড়ে ৪ লক্ষ জল ধরো জল ভর প্রকল্প করেছি।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 1:06 PM IST