'বিরোধী জোট এককাট্টা রয়েছে, ১৩-১৪ তারিখ দেখা হবে দিল্লিতে’: মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee

Mamata Banerjee

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: আর্থিক তছরূপ মামলায় আজই ইডির জেরার মুখোমুখি হবেন রবার্ট বঢ়রা ৷ এই প্রসঙ্গে আজ সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর আগেও সিবিআই বিতর্কে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি ও রবার্টকে জেরা নিয়েও তিনি জানিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা বিরোধী জোট ।

    সামনেই লোকসভা নির্বাচন ও তার আগেই আগে যাকে তাকে নোটিস দিচ্ছে সিবিআই-ইডির মত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের । পাশাপাশি তিনি জানিয়েছেন,'কেন্দ্রীয় সরকারের এক্সপায়ারি হয়ে গেছে’।

    নির্বাচনে আসন পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কেন্দ্রীয় শাসক দল ও সেই জন্যই যাওয়ার আগে যাকে তাকে নোটিস দিচ্ছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তবে কেন্দ্রের দুর্নীতির বিরুদ্ধে বিরোধী জোট এককাট্টা রয়েছে ও ১৩-১৪ তারিখ দেখা হবে দিল্লিতে, সিবিআই-ইডি নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর ।

    First published:

    Tags: Lok Sabha elections 2019, Mamata Banerjee, Robert Vadra, ইডি, মমতা বন্দ্যোপাধ্যায়