Mamata Banerjee: খুব প্রয়োজন না হলে ভিআইপি-রা যেন না যান, গঙ্গাসাগর নিয়ে মনে করালেন মমতা

Last Updated:

Mamata Banerjee: মমতা এ দিন বলেন, গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব।

কলকাতা: গঙ্গাসাগর নিয়ে প্রশাসনিক বৈঠকে মেলায় ভিআইপিদের যাওয়া নিয়ে আগে থেকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার নবান্নে মেলার প্রস্তুতি পর্ব নিয়ে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে প্রশাসনিক একাধিক সিদ্ধান্ত নিয়ে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, নিরাপত্তার বিষয় নিয়েও বিস্তারিত বলেন৷
মমতা এ দিন বলেন, ‘গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব। পৃথিবীর সব থেকে বড় মেলা। ৪০ লক্ষ মানুষ আসে। ১ ঘণ্টা আগে চিড়িয়াখানা-এর সামনে থেকে এলাম। দেখলাম খুব ভিড়। কলকাতা পুলিশ কিছু মাইক্রোফোন ব্যবহার করছে। ট্রাফিককে আরও ভাল করে দেখতে হবে। পূন্যার্থীদের জন্য ২ হাজার ২৫০ সরকারি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ ব্যবহার করা হবে৷ এ ছাড়াও রেলকে অনুরোধ করব, মেলা চলাকালীন বেশি করে ট্রেন চালাতে৷ সেই সময়ে যাতে কোনও ট্রেন ক্যানসেল না হয়, সেটা দেখতে হবে৷ কারণ, এই সময় ট্রেন ক্যানসেল হলে সারা পৃথিবীর কাছে একটা খারাপ মেসেজ যায়৷’
advertisement
advertisement
এ ছাড়াও মমতা বলেন, ‘ইসরোর সহযোগিতায় এ বার আলাদা করে ট্র্যাকিং সিস্টেম রাখতে হবে৷ যদি কোনও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়, তা হলে ইসরোর সহযোগিতায় জাহাজগুলো কন্ট্রোল করতে হবে৷ এ ছাড়াও ৫ লক্ষ টাকা ইনস্যুরেন্স কভার থাকছে ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত৷’ মমতা বলেন, ‘এ বারও আমি যাব, দেখা হবে৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: খুব প্রয়োজন না হলে ভিআইপি-রা যেন না যান, গঙ্গাসাগর নিয়ে মনে করালেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement