#কলকাতা: ভাগাড় কাণ্ডের জের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বৈঠকেও। বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান বর্তমানে রাজ্যে মাংস বিক্রির অবস্থা কেমন? উত্তরে, প্রাণী সম্পদ বিকাশ দফতরের প্রধান সচিব বিপি গোপালীকা জানান, ''এই মুহূর্তে রাজ্যে মুরগির মাংস বিক্রির হার প্রায় ৭৫- ৮০ শতাংশ কমে গিয়েছে।''
সাধারণ মানুষ যাতে টাটকা মাংস পেতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি এও জানান, সাধারণ মানুষের মন থেকে মাংস সম্বন্ধে আতঙ্ক দূর করার জন্য টেলিভিশন ও সিনেমা জগতের অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে প্রচারকার্য চালাতে হবে। সেই সঙ্গে আরও জোর দেওয়া প্রয়োজন হাঁস মুরগী চাষে।
আরও পড়ুন-প্রতি ধাপে ১ টাকা করে বাড়ল বাসভাড়া, বাড়ছে ট্যাক্সি-লঞ্চের ভাড়াও
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actors, Carcass meat, Carcass meat business case, Fear of meat, Mamata Banerjee, Promotion work, Tollywood