Madan Mitra: মমতার মুখেও 'ও লাভলি'! পুজোয় মদনকে কালারফুল থাকতে বললেন নেত্রী, দিলেন দায়িত্বও

Last Updated:

কয়েক মাস আগেই এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তিকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন মদন মিত্র৷

মদনের প্রশংসায় মমতা৷
মদনের প্রশংসায় মমতা৷
কলকাতা: পুজো উপলক্ষে মদন মিত্রকে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পুজোয় প্রাণখুলে কথা বলতে পারেন মদন৷ শুধু তাই নয়, মমতার মুখেও এ দিন ও লাভলি শোনা গিয়েছে৷ ছিল মদনের জন্য প্রশংসাও৷
পাশাপাশি মদন মিত্রকে পুজোয় কালারফুল ও কেয়ারফুল থাকার পরামর্শ দিয়েছেন তৃণমূলনেত্রী৷ নিজের বিধানসভা এলাকা কামারহাটি এবং সংলগ্ন দমদম এলাকার উপরেও নজর রখার দায়িত্ব মদনের উপরে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
অতীতে নানা আলটপকা এবং বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন মদন মিত্র৷ শেষ পর্যন্ত দলীয় একটি সভায় কয়েক মাস আগে মদনকে সংবাদমাধ্যমের সামনে কম কথা বলার নির্দেশ দেন মমতা৷ তবে আগেও মদনকে কালারফুল বলে প্রশংসা করেছিলেন দলনেত্রী৷
advertisement
এ দিন নিজের বাড়ি থেকেই ভার্চুয়ালি কলকাতা এবং জেলার বহু পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ তার মধ্যে ছিল মদন মিত্রের ভবানীপুর এবং কামারহাটি এলাকার বেশ কয়েকটি পুজো৷ পুজোর উদ্বোধন করতে গিয়েই মমতা বলেন, ‘ও যা বলতে চায় ওকে বলতে দাও। ও তো লাভলি বলবে। তোমার তো লাভলি ব্র‍্যান্ড হয়ে গেছে। পুজোর কদিন কালারফুল ও কেয়ারফুল থাকবে। দমদম, কামারহাটি চত্বরে সবাইকে দেখে রাখবে।’
advertisement
কয়েক মাস আগেই এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তিকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন মদন মিত্র৷ সেই ঘটনার পর মদনের উপরে দলের শীর্ষ নেতৃত্ব রুষ্ট হয়ৈছিল বলেই খবর৷ যদিও বৃহস্পতিবার মমতা বুঝিয়ে দিলেন, দীর্ঘদিনের পুরনো সতীর্থের উপরেই আস্থা রাখছেন তিনি৷
একা মদন নন, এ দিন দলের সব বিধায়ককেই পুজো এবং উৎসবের মরশুমে নিজের এলাকায় থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: মমতার মুখেও 'ও লাভলি'! পুজোয় মদনকে কালারফুল থাকতে বললেন নেত্রী, দিলেন দায়িত্বও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement