Mamata Banerjee: ‘পুলিশ ভাল কাজ করেছে,’ মুখ্যমন্ত্রীর মুখে হঠাৎই প্রশংসা! নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট মমতা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কিন্তু, নবান্ন অভিযান এদিন পুলিশ যেভাবে নিয়ন্ত্রণ করেছে তাতে সন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে অন্তত খবর তেমনই৷ জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা পেয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভর্মা ও এডিজি দক্ষিণবঙ্গ।
কলকাতা: ছাত্রসমাজের নবান্ন অভিযান ঘিরে তিন-চার ঘণ্টা রীতমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নবান্ন কেন্দ্রিক একাধিক রাস্তা৷ বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ, জলকামান, কাঁদানে গ্যাসের সেল সব মিলে ধুন্ধুমার পরিস্থিতি৷ এমনকি, পুলিশের অভিযোগ, মিলেছে পেট্রোল বোমাও৷
নবান্ন অভিযানের নামে ভিড়ে মিশে গিয়ে হিংসা ছড়াতে পারে দুষ্কৃতীরা৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি একই আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্য পুলিশও৷ এমনকি, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ নামে যে সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে, তাদের রাজনৈতিক যোগ নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে৷ ওই সংগঠনের এক নেতা শহরের এক পাঁচ তারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকও করেছেন বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল৷
advertisement
আরও পড়ুন: ‘ওদের টার্গেট ছিল কোনও বডি পড়ে যায়,’ নবান্ন অভিযানকে দুষ্কৃতী আন্দোলন আখ্যা দিল পুলিশ
মঙ্গলবারও শাসকদলের নেতামন্ত্রী এবং পুলিশও জানিয়েছে, এদিনের বিক্ষোভে ‘লাশ ফেলার’ চক্রান্ত ছিল একাংশের৷
advertisement
কিন্তু, নবান্ন অভিযান এদিন পুলিশ যেভাবে নিয়ন্ত্রণ করেছে তাতে সন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে অন্তত খবর তেমনই৷ জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা পেয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভর্মা ও এডিজি দক্ষিণবঙ্গ।
advertisement
আরও পড়ুন: ‘বনধ নিয়ে কেমন কাঁপুনি হচ্ছে…,’ আলাপন বন্দ্যোপাধ্যায়কেই ‘বেআইনি’ বলে কটাক্ষ শুভেন্দুর
সূত্রের খবর, এদিন মমতা নাকি বলেছেন, “আজকের নবান্ন অভিযানে পুলিশ ভাল কাজ করেছে। পুলিশ ধৈর্য দেখিয়েছে।” নবান্ন থেকে বেরনোর সময় রাজ্য পুলিশের তিন আধিকারিককে পুলিশের আজকের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 27, 2024 8:17 PM IST