Mamata Banerjee on Strike: বনধে ভাঙচুরের খবরে ক্ষুব্ধ মমতা, ক্ষতিপূরণ আদায় করতে দিলেন কড়া নিদান

Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#দার্জিলিং: বনধ সমর্থকরা বাস, গাড়ির ক্ষতি করায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ যাঁরা এই কাণ্ড ঘটিয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ এমন কি, যাঁরা ভাঙচুর করেছেন, তাঁদের থেকেই ক্ষতিপূরণ আদায়ের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি৷
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশ জুড়ে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন বাম, কংগ্রেস সহ বিভিন্ন দলের শ্রমিক সংগঠন৷ এ দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় পথ এবং রেল অবরোধ করেন বনধ সমর্থকরা৷ কিন্তু উলুবেড়িয়া, কোচবিহার সহ কয়েকটি জায়গায় বাস, গাড়ির উপরে চড়াও হন বনধ সমর্থকরা৷ বাস ভাঙচুর করার পাশাপাশি বাসের চাকার হাওয়া খুলে দেওয়ার মতো ঘটনাও ঘটে৷
advertisement
advertisement
এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই খবর পেয়ে ততক্ষণাৎ সঙ্গে থাকা প্রশাসনিক কর্তাদের কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি৷ বনধদের দিনে রাজ্য সরকারি কর্মচারীরা অফিসে না এলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছে নবান্ন৷
advertisement
এমনিতে এ দিন গোটা রাজ্যের বনধের সেভাবে কোনও প্রভাব পড়েনি৷ সকালের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের সর্বত্রই জনজীবন স্বাভাবিক ছিল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Strike: বনধে ভাঙচুরের খবরে ক্ষুব্ধ মমতা, ক্ষতিপূরণ আদায় করতে দিলেন কড়া নিদান
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement