Mamata Banerjee on Strike: বনধে ভাঙচুরের খবরে ক্ষুব্ধ মমতা, ক্ষতিপূরণ আদায় করতে দিলেন কড়া নিদান
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#দার্জিলিং: বনধ সমর্থকরা বাস, গাড়ির ক্ষতি করায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ যাঁরা এই কাণ্ড ঘটিয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ এমন কি, যাঁরা ভাঙচুর করেছেন, তাঁদের থেকেই ক্ষতিপূরণ আদায়ের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি৷
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশ জুড়ে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন বাম, কংগ্রেস সহ বিভিন্ন দলের শ্রমিক সংগঠন৷ এ দিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় পথ এবং রেল অবরোধ করেন বনধ সমর্থকরা৷ কিন্তু উলুবেড়িয়া, কোচবিহার সহ কয়েকটি জায়গায় বাস, গাড়ির উপরে চড়াও হন বনধ সমর্থকরা৷ বাস ভাঙচুর করার পাশাপাশি বাসের চাকার হাওয়া খুলে দেওয়ার মতো ঘটনাও ঘটে৷
advertisement
advertisement
এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই খবর পেয়ে ততক্ষণাৎ সঙ্গে থাকা প্রশাসনিক কর্তাদের কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি৷ বনধদের দিনে রাজ্য সরকারি কর্মচারীরা অফিসে না এলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছে নবান্ন৷
advertisement
এমনিতে এ দিন গোটা রাজ্যের বনধের সেভাবে কোনও প্রভাব পড়েনি৷ সকালের কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের সর্বত্রই জনজীবন স্বাভাবিক ছিল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2022 8:15 PM IST