Mamata Banerjee On Voter Agent: তৃণমূলের এজেন্ট কেনার চক্রান্ত...? নির্বাচন কমিশনের এক নির্দেশ আসতেই ফুঁসে উঠলেন মমতা! জানালেন ষড়যন্ত্রের কারণও
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee On Voter Agent: ব্লক লেভেল এজেন্টের নাম চাওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় সাংবাদিক বৈঠক থেকে সাফ প্রশ্ন মমতার, 'নাম কেন দেব তোমাদের?' এই নাম চাওয়ার মধ্যে বড় চক্রান্তের ইঙ্গিত দেখছেন তৃণমূল সুপ্রিমো।
কলকাতা: ব্লক লেভেল এজেন্টের নাম চাওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘায় সাংবাদিক বৈঠক থেকে সাফ প্রশ্ন মমতার, ‘নাম কেন দেব তোমাদের?’ এই নাম চাওয়ার মধ্যে বড় চক্রান্তের ইঙ্গিত দেখছেন তৃণমূল সুপ্রিমো।
মুখ্যমন্ত্রী বলেন, “কিছুদিন আগে বুথ লেবেল এজেন্টদের ডেটা চেয়েছে, এই কমিশন যথাযথ নয়। এজেন্ট কেনার চক্রান্ত করছে”। এজেন্ট কেনা, এজেন্সি দিয়ে ধরা এই সব করতে চাইছে। ব্লক লেভেল এজেন্টের নাম কেন দেব তোমাদের?”
advertisement
advertisement
কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন,”বাংলাকে টার্গেট করছে। এর পর বাকি রাজ্য। এরা এজেন্সি দিয়ে সব দখল করতে চাইছে। বিহারে আর তিন মাস ভোট বাকি। আসলে বাংলাকে টার্গেট করছে। বাংলার মানুষ ও পরিযায়ী শ্রমিকদের টার্গেট করছে। ওরা ভেবেছে আমরা ভয় পাব। এর আগে হরিয়ানার ভোটার দিয়ে ভরিয়ে দিয়েছিল। ওরা ভেবেছে সবাইকে শ্রমিক। আসলে এর পিছনে বিজেপি। প্রচারকদের দিয়ে করানো হয়েছে।
advertisement
ভোটার লিস্ট সংশোধন প্রসঙ্গে মমতা বলেন, “আমি অনুরোধ করব ইসিকে যথাযথ গাইডলাইন দিতে। যাতে মানুষের নাম অযথা বাদ না যায়। আসলে বাইরের লোক দিয়ে অনলাইনে রাজ্যে নাম বাড়ানোর ছক।” মমতার প্রশ্ন, “আপনি হেরে যাচ্ছেন, তাই কি এই সব করা হচ্ছে?”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 26, 2025 7:03 PM IST










