Mamata Banerjee on Junior Doctors Protest: 'প্রাইভেট হাসপাতালের ব্যবসা বাড়ছে!' জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মমতার! বৈঠকের ডাক

Last Updated:

Mamata Banerjee on Junior Doctors Protest: সোমবার সুপ্রিম কোর্ট রাজ্যের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে। এবার ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কাজে ফেরার অনুরোধ মমতার
কাজে ফেরার অনুরোধ মমতার
কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে রয়েছেন রাজ্যের সমস্ত জুনিয়র ডাক্তাররা। সোমবার সুপ্রিম কোর্ট রাজ্যের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে। এবার ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘একমাস তো হয়ে গেল আমি অনুরোধ করব তাড়াতাড়ি ফিরে আসুন, সিবিআইকে বলব তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। আসল কেসটা যে নির্যাতিত তাঁকে বিচার দিন।’ মমতা আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নিও। আমি খুশি বাংলার পুলিশ আন্দোলনে কিছু করেনি। এখানে যত আন্দোলন হয়েছে পারমিশন নেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে, আমিও বলছি আপনারা কাজে যোগ দিন। আপনারা যদি কথা বলতে চান ৫-১০ জন আসুন, আসতেই পারেন। আপনারা স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, আপনাদের যে দাবি ছিল সবপূরণ করা হয়েছে।’
advertisement
বৈঠকের শেষ অংশে মুখ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের অথরিটি যে এজেন্সি নিচ্ছে তাদের দ্বায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার সব মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, জুনিয়র ডাক্তারদের ৬ জন প্রতিনিধি, সিনিয়র ডাক্তারদের সবাইকে এখানে ডাকবে বৃহস্পতিবার। সবার আসার আমন্ত্রণ রইল। যাঁরা আসার আসবেন।’
advertisement
আরও পড়ুন: সব বাড়ির ফ্রিজেই থাকে এই জিনিস, মাত্র সাতদিন মুখে লাগালে ত্বক হবে স্বচ্ছ কাচের মতো! বিউটিশিয়ানের টিপস
মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের নাম করে বলেন, ‘CMOH, BMOH-দের বলো হাসপাতালকে অ্যাকটিভ করতে। কয়েকটা প্রাইভেট হাসপাতাল একজন ওসিকে ভর্তি করেনি। অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছে। এতে বেসরকারি হাসাপাতালের ব্যবসা বাড়ছে।’
advertisement
আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না
স্বাস্থ্যসচিব বলেন, ‘৭ লাখ মানুষকে পরিষেবা দিতে পারেনি। ২৩ জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে। সিনিয়র ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন।’ জুনিয়র ডাক্তারদের অনুরোধের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর গলায় হুঁশিয়ারিও শোনা গিয়েছে। আর বরদাস্ত করা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Junior Doctors Protest: 'প্রাইভেট হাসপাতালের ব্যবসা বাড়ছে!' জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ মমতার! বৈঠকের ডাক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement