Mamata Banerjee: নববর্ষের আগেই বহু দিনের 'ইচ্ছেপূরণ'! অঞ্জলি দিয়ে, আরতি করে কালীঘাটে পুজো দিলেন মমতা

Last Updated:

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, সুযোগ থাকলে তারাপীঠ মন্দিরেও কালীঘাট, দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াক তৈরি করে দিতেন তিনি৷

কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী৷
কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: তিনি কালীঘাটের ঘরের মেয়ে৷ মুখ্যমন্ত্রী হিসেবে যতই ব্যস্ততা থাক না কেন, বছরের নির্দিষ্ট কয়েকটি দিনে তিনি কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেনই৷ তাই দক্ষিণেশ্বর মন্দিরে কয়েক বছর আগে স্কাইওয়াকের কাজ শেষ হলেও নানা জটিলতায় কালীঘাটে সেই কাজ শেষ না হওয়ায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়মিত তাগাদা দিয়ে গিয়েছেন তিনি৷ অবশেষে নববর্ষের আগের দিন মুখ্যমন্ত্রীর ইচ্ছেপূরণ হল৷ কালীঘাট মন্দিরে নিজের হাতে স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই স্কাইওয়াক ধরেই মন্দিরে পৌঁছলেন তিনি৷
শুধু স্কাইওয়াকের উদ্বোধন নয়, এ দিন মন্দিরে পুজো দেওয়ার প্রস্তুতি নিয়েই এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গর্ভগৃহে ঢুকে পনেরো মিনিটেরও বেশি সময় ধরে পুজো দিলেন তিনি৷ শাড়ি, মালা নিবেদন, মন্ত্রোচ্চারণ করে অঞ্জলি দেওয়ার পাশাপাশি নিজের হাতে মায়ের আরতিও করলেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মন্দিরের ভিতরে দেখা গেল দেব, সোহম, অদিতি মুন্সি, জুন মালিয়াদের মতো তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদকে৷ কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধনের তৃপ্তিও পুজো দেওয়ার সময় ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর চোখে মুখে৷
advertisement
advertisement
স্কাইওয়াক উদ্বোধনের পর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া এখন অনেক সহজ হয়েছে পুণ্যার্থীদের কাছে৷ পার্কিং থেকে শুরু করে হকারদের স্টল, সবই সেখানে সংগঠিত করা সম্ভব হয়েছে৷ এবার কালীঘাটেও সেই একই সুবিধে পাওয়া যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী৷ ঘিঞ্জি গলির ভিতর দিয়ে ভিড়ে ধাক্কাধাক্কির বদলে এসক্যালেটর বা লিফটে চড়ে স্কাইওয়াকে উঠে প্রশস্ত পথ ধরে হেঁটে মন্দিরের গর্ভগৃহের কাছে পৌঁছে যেতে পারবেন পুণ্যার্থীরা৷ রাস্তা থেকে পুণ্যার্থীদের ভিড় কমে যাওয়ায় পয়লা বৈশাখের মতো বিশেষ দিনগুলিতে মন্দির চত্বরে যানজটও কমবে৷ রোদ, বৃষ্টি থেকে মাথা বাঁচিয়েই পুজো দিতে যেতে পারবেন পুণ্যার্থীরা৷
advertisement
মুখ্যমন্ত্রী এ দিন বলেন, সুযোগ থাকলে তারাপীঠ মন্দিরেও কালীঘাট, দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াক তৈরি করে দিতেন তিনি৷ কিন্তু তারাপীঠ মন্দিরের ভিতরের অপ্রশস্ত জায়গায় তা করা সম্ভব নয় বলে জানান মুখ্যমন্ত্রী৷
স্কাইওয়াক উদ্বোধনের সঙ্গে সঙ্গেই নতুন আলোর মালায় সাজানো হয়েছে কালীঘাট মন্দির চত্বরকে৷ মন্দির চত্বরও এখনও অনেক পরিষ্কার, পরিচ্ছন্ন৷ সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর স্পর্শে নতুন বছরে নতুন রূপে কালীঘাট মন্দির৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: নববর্ষের আগেই বহু দিনের 'ইচ্ছেপূরণ'! অঞ্জলি দিয়ে, আরতি করে কালীঘাটে পুজো দিলেন মমতা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement