Mamata Banerjee: ‘আমি কিছু বললেই প্রশ্ন ওঠে’! ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার! বনধকে বন্ধ করা নিয়েও সাফল্যের দাবি
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Mamata Banerjee: বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে (Confederation of West Bengal Trade Associations conference) ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতাঃ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে (Confederation of West Bengal Trade Associations conference) ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চায়ের কথা বললে তখন কিছু হয়না। আমি কিছু বললেই নানা প্রশ্ন। মনে রাখুন কোনও কাজ ছোট নয়। বনধ কে আমরা বন্ধ করে দিয়েছি। কেউ যদি সমস্যা করে, তাহলে দুষ্টু-মিষ্টি মেডিসিন দিয়ে সলভ করে দিই।’
advertisement
মনে করিয়েছেন, বাম আমলে বছরে কথায় কথায় বনধ হোত। তাঁর রাজত্বে বনধ কালচারের সেই বদনাম ঘুচেছে। তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়া কিছু ভাল আছে। আর কিছু বাংলার বদনাম করে। বাংলার ঘটনা নয়, যদিও অন্য ছবি দিয়ে বাংলার বলে দেখায়। নিজের প্রতি তাই বিশ্বাস রাখুন।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 17, 2025 6:26 PM IST








