ব্ল্যাকমানি ফেরত দিক বিজেপি, তৃণমূলের নয়া স্লোগান

Last Updated:
#কলকাতা: তৃণমূল নেতাদের থেকে কাটমানি ফেরত চাইছে বিজেপি। পালটা এবার বিজেপির থেকে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে সরব হবে তৃণমূল। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সুর বেঁধে দিলেন মমতা। ঠিক করে দিলেন স্লোগান। যাকে অস্ত্র করেই ছাব্বিশ ও সাতাশ তারিখ পথে নামবে তৃণমূল।
তৃণমূলের বিরুদ্ধে কাটমানি-ক্ষোভকে হাতিয়ার করছে বিজেপি। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে পালটা বিজেপির বিরুদ্ধে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল একুশের মঞ্চ থেকে তিনি বলেন,‘‘আমি মহৎ উদ্দেশ্য নিয়ে বললাম। বিজেপি বলছে টাকা ফিরিয়ে দাও। তুই সবচেয়ে বড় ডাকাত ৷’’বিজেপির বিরুদ্ধে ব্ল্যাকমানি ফেরানোর দাবিতে মমতার এই স্লোগানেই এবার শান দেবে তৃণমূল।
advertisement
এরই সঙ্গে গতকাল বিজেপি’র উদ্দেশ্যে কটাক্ষও ছুঁড়ে দেন তৃণমূল সুপ্রিমো ৷ তিনি বলেন,‘‘ কতগুলো কুচো চিংড়ি আর ল্যাটা মাছ। বড় বড় কথা। ২৬-২৭ জুলাই প্রোগ্রাম নিচ্ছি। বলুন ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। কোথা থেকে পেলে এত টাকা? কীভাবে হল ফাইভ স্টার পার্টি অফিস? নোটবাতিলের পর টাকা লুঠ। ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। বল্কে ব্লকে মিছিল করতে হবে। বিজেপি ব্ল্যাকমানি ফিরিয়ে দাও......১৫ লক্ষ টাকা করে আগে ব্ল্যাকমানি ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও...ফিরিয়ে দাও...ফিরিয়ে দাও...এটা হবে আমাদের আন্দোলনের স্লোগান ৷’’
advertisement
advertisement
এরপর সুর আরও চড়ান মমতা। নিশানা করেন নরেন্দ্র মোদির সাধের উজ্জ্বলা প্রকল্পে কাটমানি খাওয়ার অভিযোগকে। বলেন, ‘‘উজালা কাটমানির হিসাব দাও। উজালার কাগজ বের করব? কী গামছাবাবু? আপনার কর্মীরাই কাগজ পাঠিয়ে দিয়েছে। চোরের মায়ের বড় গলা। উজালা কেসে তদন্ত হবে ৷’’
লোকসভা ভোটে ভাল ফলের পর থেকেই এ রাজ্যে তৃণমূল ভাঙিয়ে দল বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। যদিও, বিজেপিতে যাওয়ার পরেও অনেকে ফিরে এসেছেন তৃণমূলে। এ নিয়েও এ দিন বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মীদের কোমর বেঁধে ঝাঁপানোর নির্দেশ দেন তৃণমূলনেত্রী। কাটমানির পালটা এবার ব্ল্যাকমানি। ২০২১-এর আগে নয়া রাজনৈতিক কৌশলে বিজেপিকে বিঁধে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার দাওয়াই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্ল্যাকমানি ফেরত দিক বিজেপি, তৃণমূলের নয়া স্লোগান
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement