Mamata Banerjee: রেড রোডে কেন অসুস্থ হয়ে পড়ল এত পড়ুয়া? কারণ জানালেন মমতা! কী কারণে এমন ভয়াবহ ঘটনা জানেন?

Last Updated:

Mamata Banerjee: অসুস্থ প্রত্যেক পড়ুয়ার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এরপর বেরিয়ে এসে তিনি বলেন, ''আসলে খুব গরম, তার মধ্যে বৃষ্টি হয়েছে। তার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। অনেকের ডিহাইড্রেশনের মতো পরিস্থিতি ছিল।''

কী জানালেন মুখ্যমন্ত্রী?
কী জানালেন মুখ্যমন্ত্রী?
কলকাতা: স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের অসুস্থ হয় পড়ল ৩৫ জন পড়ুয়া। এরপর সেই অসুস্থ পড়ুয়াদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। রেড রোডে আয়োজিত বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায় অংশ নিয়েছিলেন এই পড়ুয়ারা। তাদের দেখতে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
অসুস্থ প্রত্যেক পড়ুয়ার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এরপর বেরিয়ে এসে তিনি বলেন, আসলে খুব গরম, তার মধ্যে বৃষ্টি হয়েছে। তার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। অনেকের ডিহাইড্রেশনের মতো পরিস্থিতি ছিল। এখন সবাই ঠিক আছে। ওদের লাঞ্চ খাওয়ানোর পর ছেড়ে দেওয়া হবে। এসএসকেএম-এর ডিরেক্টর আছেন, পুরো চিকিৎসকদের টিম আছে। ভালবেসে অর্ধেক লোক ভাল হয়ে যায়
advertisement
advertisement
মমতার সংযোজন, ওরা এসেছিল ৩৯ জন। তার মধ্যে একজন টেনশন করছিল। অনেকেই খায় না, ডায়েটিং করে এমন হয়েছে, খায় না। সবার সঙ্গে আলাদা ভাবে দেখা করেছি। মালদহ, শাখাওয়াত, ভবানীপুর, আলিপুরদুয়ারের পড়ুয়ারা আছেন। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করছেন। সবাই উঠে বসেছে। টিচাররা আছে, এটা সুবিধা আছে। আমি নিজেও দেখলাম ওদেরওরা ঠিক আছে। ওরা ভাল থাকুক, এটাই আমি চাই
advertisement
হাসপাতাল সূত্রে খবর, রেড রোডের কুচকাওয়াজে যে স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েন, তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীলপ্রত্যেকের ডি হাইড্রেশন হয়ে গিয়েছিলজরুরি ভিত্তিতে প্রত্যেকের চিকিৎসা চলছে। সবাইকে পর্যবেক্ষণে রাখা রয়েছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে তাদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: রেড রোডে কেন অসুস্থ হয়ে পড়ল এত পড়ুয়া? কারণ জানালেন মমতা! কী কারণে এমন ভয়াবহ ঘটনা জানেন?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement