Mamata Banerjee: দিলীপের বেফাঁস মন্তব্যের পরই আসরে মমতা, কুর্মি নেতাদের কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কুড়মিদের দাবি ছিল, তফশিলি উপজাতির স্বীকৃতি পাওয়ার জন্য রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কাছে সিআরআই রিপোর্ট পাঠাতে হবে৷
কলকাতা: কুর্মিদের ক্ষোভ প্রশমনে এবার উদ্যোগী হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার নবান্নে কুর্মি সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেই বৈঠকেই তিনি কুড়মি নেতাদের আশ্বস্ত করে বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে একাধিক বার সিআরআই রিপোর্ট পাঠানো হয়েছে৷ কিন্তু কেন্দ্রীয় সরকারই সেই রিপোর্ট খারিজ করে দিয়েছে৷
মূলত তফশিলি উপজাতির স্বীকৃতি পাওয়ার জন্য গত কয়েক মাস ধরে আন্দোলনে নেমেছে কুর্মি সমাজের মানুষ৷ যার জেরে দিনের পর দিন অবরূদ্ধ হয়ে থেকেছে রাজ্যের জঙ্গলমহলের রেল ও সড়ক পথ৷ থমকে গিয়েছে ট্রেন চলাচল৷
advertisement
advertisement
এই অবস্থায় কয়েক দিন আগে কুর্মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ যার জেরে কুর্মিদের ক্ষোভ বেড়েছে৷ বুধবার খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলোও ঘেরাও করেনকুর্মিরা৷ এই পরিস্থিতিতে বুধবার কুর্মিদের ক্ষোভ প্রশমনে মুখ্যমন্ত্রীর বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷
সূত্রের খবর এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কুর্মি নেতাদের বলেন, পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা এবং ঝাড়খণ্ড কেন্দ্রকে সিআরআই রিপোর্ট পাঠিয়েছিল৷ কিন্তু সেই রিপোর্টও খারিজ হয়ে গিয়েছে৷ কেন্দ্রীয় সরকারের মনোভাবই যে কুর্মিদের দাবি পূরণে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, তা আন্দোলনকারীদের বোঝানোর জন্য কুড়মি নেতাদের অনুরোধ করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
বেশ কয়েকটি প্রকল্পের নামকরণ নিয়েও এ দিন মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন কুর্মি নেতারা৷ সেই দাবিও বিবেচনার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 12:02 AM IST