Mamata Banerjee: ১২ মার্চ বড় কোনও চমক দেবেন মমতা? তুমুল শোরগোল! কী এমন হতে পারে?
- Published by:Suman Biswas
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: বালুর বিধানসভায় মমতা! ১২ মার্চ হাবড়া যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সন্দেশখালি: সন্দেশখালি কাণ্ডের পর এবার উত্তর ২৪ পরগনা জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত তেমনটাই নবান্ন সূত্রে খবর। আগামী ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভার পর উত্তর ২৪ পরগনার হাবড়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গত ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সন্দেশখালি নিয়ে বারাসত-এর মঞ্চ থেকে কড়া আক্রমণ করেছে রাজ্যের শাসক দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই রাজনৈতিকভাবে এবার উত্তর ২৪ পরগনা জেলার হাবরায় যাওয়া যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী ও প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী হাতে গ্রেফতার হয়ে রয়েছেন।
advertisement
advertisement
তাঁর অবর্তমানে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে রণকৌশল ঠিক করবে সেই বার্তা ও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় মুখ্যমন্ত্রী যাওয়ার প্রস্তুতিও নিতে বলা হয়েছে বলেই সূত্রের খবর।বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন।
advertisement
এই বৈঠকে বিভিন্ন জেলার জেলাশাসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে একাধিক প্রকল্প এর উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন বলে প্রস্তুতি নিতে বলা হয়েছে।শুধু তাই নয়, একাধিক দফতর এর প্রকল্প ও শিলান্যাস করবেন বলেও একাধিক দফতর এর সচিব কেও প্রস্তুতি নিতে বলা হয়েছে।
তবে রাজনৈতিক ভাবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাবড়া সফর গুরত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে মতুয়া ভোটের নিরিখে এবারের সফর গুরত্বপূর্ণ হতে চলেছে। লোকসভা ভোটের আগেই CAA কার্যকর হবে বলে বারবার দাবি করেছে বিজেপি এর একাধিক কেন্দ্রীয় নেতারা।শুধু তাই নয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও দাবি করেছেন লোকসভা ভোটের আগেই CAA কার্যকরী হবে।যদিও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন রাজ্যে CAA কার্যকর হতে দেবেন না। মনে করা হচ্ছে হাবড়াতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উদেশে যেমন বার্তা দেবেন পাশাপাশি লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল নেতৃত্বকেও গুরুত্বপূর্ণ বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 1:18 PM IST