Mamata Banerjee: অখিলেশের পর কি নবীন পট্টনায়েক? সম্ভবত BJD প্রধানের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা

Last Updated:

Mamata Banerjee:  শুক্রবার বিকেলে সমাজবাদী পার্টির প্রধানের সঙ্গে বৈঠকের পর আগামী ২১ শে মার্চ সম্ভবত বিজেডি প্রধান নবীন পট্টনায়েক এর সঙ্গে বৈঠক করতে চলেছেন মমতা।

সম্ভবত BJD প্রধানের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা
সম্ভবত BJD প্রধানের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা
কলকাতা: অখিলেশের পর নবীন পট্টনায়েক। ২০২৪ এর লক্ষ্যে অকংগ্রেসী অবিজেপি দলগুলিকে সঙ্গে নিয়ে তৃতীয় মোর্চা গঠনের কাজ কি শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুক্রবার বিকেলে সমাজবাদী পার্টির প্রধানের সঙ্গে বৈঠকের পর আগামী ২১ শে মার্চ সম্ভবত বিজেডি প্রধান নবীন পট্টনায়েক এর সঙ্গে বৈঠক করতে চলেছেন মমতা।
২০২৪ সালে উড়িষ্যায় বিধানসভা নির্বাচন। নবীন নীতিগত ভাবে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার পক্ষে। যদিও নানা জাতীয় ইস্যুতে বিজেপির সঙ্গেই থেকেছে নবীনের দল। তবে উড়িষ্যার ঘরোয়া রাজনীতিতে ইদানিং বিজেপি নবীনের সমালোচনায় মুখর। উড়িষ্যার সংবাদমাধ্যমে এখন নবীন আর ধর্মেন্দ্র প্রধানের আরোপ আর প্রত্যারোপ প্রতিদিনের চর্চা।
অন্যদিকে, নবীনের সঙ্গে মমতার সম্পর্ক বহুদিনের। আর নবীন ও দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
advertisement
advertisement
এই আবহেই মমতার সঙ্গে তাঁর সম্ভাব্য বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিতই পাচ্ছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, আজ বিকেলেই মমতা-অখিলেশ বৈঠক রয়েছে। কালীঘাটে আজ বিকেল ৫টার সময় বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের মধ্যে। সমাজবাদী পার্টির কনফারেন্সে যোগ দিতে আজ সকালে কলকাতায় আসছেন অখিলেশ যাদব। আজ বিকেলেই কালীঘাট যাবেন অখিলেশ যাদব।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: অখিলেশের পর কি নবীন পট্টনায়েক? সম্ভবত BJD প্রধানের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement