কলকাতা: অখিলেশের পর নবীন পট্টনায়েক। ২০২৪ এর লক্ষ্যে অকংগ্রেসী অবিজেপি দলগুলিকে সঙ্গে নিয়ে তৃতীয় মোর্চা গঠনের কাজ কি শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুক্রবার বিকেলে সমাজবাদী পার্টির প্রধানের সঙ্গে বৈঠকের পর আগামী ২১ শে মার্চ সম্ভবত বিজেডি প্রধান নবীন পট্টনায়েক এর সঙ্গে বৈঠক করতে চলেছেন মমতা।
২০২৪ সালে উড়িষ্যায় বিধানসভা নির্বাচন। নবীন নীতিগত ভাবে বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার পক্ষে। যদিও নানা জাতীয় ইস্যুতে বিজেপির সঙ্গেই থেকেছে নবীনের দল। তবে উড়িষ্যার ঘরোয়া রাজনীতিতে ইদানিং বিজেপি নবীনের সমালোচনায় মুখর। উড়িষ্যার সংবাদমাধ্যমে এখন নবীন আর ধর্মেন্দ্র প্রধানের আরোপ আর প্রত্যারোপ প্রতিদিনের চর্চা।
অন্যদিকে, নবীনের সঙ্গে মমতার সম্পর্ক বহুদিনের। আর নবীন ও দেশের অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।এই আবহেই মমতার সঙ্গে তাঁর সম্ভাব্য বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিতই পাচ্ছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন, কঠিন সময়, চ্যালেঞ্জ অনেক, পঞ্চায়েতের আগে আজ মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন, আপনারা কি তদন্ত করতে জানেন না, ক্ষোভ উগরে দিয়ে সিবিআইকে প্রশ্ন বিচারপতির
প্রসঙ্গত, আজ বিকেলেই মমতা-অখিলেশ বৈঠক রয়েছে। কালীঘাটে আজ বিকেল ৫টার সময় বৈঠক হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের মধ্যে। সমাজবাদী পার্টির কনফারেন্সে যোগ দিতে আজ সকালে কলকাতায় আসছেন অখিলেশ যাদব। আজ বিকেলেই কালীঘাট যাবেন অখিলেশ যাদব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJD, Mamata Banerjee