Mamata Banerjee: এবার Koo অ্যাপে অ্যাকাউন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
আঞ্চলিক ভাষাতেও মিলবে আপডেট। ফলোয়ার প্রায় 43.5K।
আবীর ঘোষাল, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এক নতুন প্ল্যাটফর্মে যুক্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমশ জনপ্রিয় হওয়া কু (Koo) অ্যাপ। গত কয়েক মাসে রাজনৈতিক মহলে জনপ্রিয় হয়েছে ভারতের নিজস্ব এই অ্যাপ। এবার সেই অ্যাপেই যুক্ত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলতি মাসেই কু অ্যাপে যোগ দিয়েছেন তিনি। তাঁর কু হ্যান্ডেলটি হল @Mamtaofficial। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যম যেমন- ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ট্যুইটারে যথেষ্ট সক্রিয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবার কু অ্যাপেও মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে সক্রিয় ভাবে পাওয়া যাবে। ৫০ লক্ষ গ্রামীণ পরিবারে পরিষ্কার পানীয় জল সরবরাহের একটি প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই পরিবারগুলিতে কল সংযোগ করার কথাও জানিয়েছিলেন তিনি। কু অ্যাপে যুক্ত হওয়ার পর প্রথম পোস্টে এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। কু অ্যাপে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন সংস্থার সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা অপ্রমেয়া রাধাকৃষ্ণ।
advertisement
advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যান্য অনেক নেতা ইতিমধ্যেই কু অ্যাপে যুক্ত হয়েছেন। এমনকী, AITC- র অফিশিয়াল কু হ্যান্ডেলও রয়েছে। মমতা বন্দোপাধ্যায়ের অনুগামীরাই স্থানীয় ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত বিভিন্ন আপডেট পেয়ে যাবেন সঠিক সময়ে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কু অ্যাপ লঞ্চ হয়েছিল ২০২০ সালের মার্চ মাসে। ভারতীয়রা নিজেদের মাতৃভাষায় এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। এই প্ল্যাটফর্মে রয়েছে ট্রান্সলেশনের ফিচার।
advertisement
রিয়াল টাইমে একাধিক ভারতীয় ভাষায় একটি পোস্ট ট্রান্সলেট করা সম্ভব এই ফিচারের সাহায্যে। এর ফলে অনেক বেশি সংখ্যক ইউজার এখানে যুক্ত হন। কু অ্যাপে ১০টি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে। অর্থাৎ ভারতের মোট ১০টি আঞ্চলিক ভাষার সাহায্যে কু অ্যাপের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবেন ইউজাররা। বর্তমানে কু অ্যাপে ইংরেজির পাশপাশি বাংলা, হিন্দি, অহমিয়া, তামিল, তেলুগু, মারাঠি, কন্নড়, গুজরাতি এবং পাঞ্জাবি ভাষার সাপোর্ট রয়েছে। অর্থাৎ নিজের মাতৃভাষায় কু অ্যাপে আপডেট দেওয়ার সুযোগ থাকছে। যোগ দিয়েই এই নয়া প্ল্যাটফর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার হয়েছে ৪৩.৫কে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2022 9:06 AM IST