Mamata Banerjee: সাধারণ মানুষের সমস্যা শুনতে চান মমতা! নবান্নে এবার গ্রিভ্যান্স-বৈঠক
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তার আগে গ্রামবাংলার মানুষের মনে বিন্দুমাত্র ক্ষোভ রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাই এবার গ্রিভ্যান্স সেল-এ আসা সমস্যাগুলির দ্রুত সমাধানেও তৎপর তিনি।
কলকাতা: সাধারণ মানুষের কাছ থেকে কত অভিযোগ আসছে? সেই অভিযোগের কতটারই বা নিষ্পত্তি হচ্ছে? এবার সরেজমিনে তার পর্যালোচনা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার দুপুর ১২টার সময় এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন তিনি। সাধারণ মানুষের থেকে সমস্যা-অভিযোগের নিষ্পত্তি কতটা হল, তা দফতরের আধিকারিকদের মুখোমুখি হয়ে জানতে চান মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রের খবর, এদিনের বৈঠকে ১৫টি দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। যার মধ্যে রয়েছে কৃষি, স্কুল-শিক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক দফতর। পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চান খোদ মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ২৩ একর জমির মালিক গোপাল! খুলতে চেয়েছিলেন বি এড কলেজও, কোথা থেকে আসত এত টাকা?
গত কয়েক মাস ধরেই বিভিন্ন জেলা সফরে গিয়ে সাধারণ মানুষদের হাতে নিজে পরিষেবা পৌঁছে দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণের বর্ধমান, বীরভূম থেকে শুরু করে দঙ্গলমহলের পুরুলিয়া-বাঁকুড়া। সব জায়গাতেই গিয়েই সাধারণ মানুষের কাছে দুয়ারে সরকারের পরিষেবা তুলে দিয়েছেন তিনি। ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে সাইকেলও।
advertisement
advertisement
আরও খবর: বড় খবর! Group D-এর ১, ৯১১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র, দ্রুত নিয়োগের তোড়জোড়
সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তার আগে গ্রামবাংলার মানুষের মনে বিন্দুমাত্র ক্ষোভ রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাই এবার গ্রিভ্যান্স সেল-এ আসা সমস্যাগুলির দ্রুত সমাধানেও তৎপর তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 24, 2023 10:43 PM IST