'যে মানুষটা পুজো নিয়ে বেঁচে থাকতেন...', একডালিয়া উদ্বোধনে সুব্রত স্মরণ মমতার

Last Updated:

Mamata Banerjee On Subrata Mukherjee: দক্ষিণ কলকাতার পুজোর অন্যতম প্রাণকেন্দ্র একডালিয়া ক্লাবের পুজোর উদ্বোধনে এসে বহুদিনের প্রিয় চেনা সুব্রতদার কথাই বার বার উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

সুব্রত স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সুব্রত স্মরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
#কলকাতা: আজ দ্বিতীয়াতেও শহরের একগুচ্ছ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি শহরজুড়ে। এদিন দক্ষিণ কলকাতার পুজোর অন্যতম প্রাণকেন্দ্র একডালিয়া এভারগ্রীন-ক্লাবের পুজোর উদ্বোধনে এসে বহুদিনের প্রিয় চেনা সুব্রতদার কথাই বার বার উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সুব্রত মুখোপাধ্যায় ছাড়া এই পুজো যে একেবারেই বেমানান তাই বার বার বললেন মমতা।
মুখ্যমন্ত্রী এদিন একডালিয়ার পুজো উদ্বোধন করে বলেন, "যে মানুষটা পুজো নিয়ে বেঁচে থাকতেন, যে পুজো ছিল তাঁর প্রাণ, যে পুজো নিয়ে অন্তত একমাস ঝগড়া করতেন, 'তুই কবে ডেট দিবি? আগে আমার ডেট টা কনফার্ম কর।' সেই মানুষটা আজ নেই ! এত আন্তরিকতা ভাবা যায় না!"
advertisement
advertisement
গত কালীপুজোতে প্রয়াত হয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু সময়ের অনেক আগেই যেন অচেনা লোকে পাড়ি জমালেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। মমতা বলেন, "ছোটবেলার পলিটিকসটা সুব্রত দা'র হাত দিয়ে করেছি। সকাল আটটার সময় চলে আসতাম। বৌদি সব জানেন। তারপর আলোচনা হত কোথায় যাব, মিছিল কোথায় হবে। আজ হয়তো সবই আছে। সব নিয়ম মেনেই করা হচ্ছে। আগামী তিনমাসের মধ্যেই সুব্রত উদ্যান করা হচ্ছে এখানে স্থায়ীভাবে। কিন্তু তবুও তাঁর অনুপস্থিতি বড্ডো বাজছে।" মুখ্যমন্ত্রী বলেন, আজ আমার মনটা খুব খারাপ।কিছু বলতে ইচ্ছা করছে না। খুব মিস করছি সুব্রত দা'কে।"
advertisement
মমতা বলেন, "জেলা সফরে গেলেই বলত, কটকটি কিনে এনেছিস? লুকিয়ে লুকিয়ে আমাকে সাপ্লাই করতে হত। বৌদি সুব্রত দাকে খুব যত্ন করতেন। আজ আমার আসা মনে একঝাঁক দুঃখ বুকে করে নিয়ে আসা। সুব্রত দা কে ওরা অ্যারেস্ট করে দিল।এত বড় সিনিয়র লোক। আমি গেছিলাম ওখানে। আমি সুব্রত দা কে দেখতে গেছিলাম। ববি সুব্রত দাকে বলেছিল হাসপাতালে ভর্তি হতে। ওনার বুকে সমস্যা হচ্ছিল। আসলে উনি খুব অসম্মানিত হয়েছিলেন। অনেকেই আজও অসম্মানিত হয়েছেন। তবে আমি আজ এখানে কোনও পলিটিক্যাল কথা বলব না। আমি বিশ্বাস করি উনি এই মঞ্চেই আছেন।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'যে মানুষটা পুজো নিয়ে বেঁচে থাকতেন...', একডালিয়া উদ্বোধনে সুব্রত স্মরণ মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement