কয়লাপাচার মামলায় স্বস্তিতে জীতেন তিওয়ারি! সিআইডিকে 'বড়' নির্দেশ হাইকোর্টের

Last Updated:

Coal Smuggling case: কয়লা কাণ্ডে জিতেন তিওয়ারিকে সিআইডি'র দেওয়া নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন জিতেন তিওয়ারি। আবেদনকারীর দাবি, একই ঘটনায় সিবিআই তদন্ত করছে। তাই সি আই ডি তদন্ত করতে পারে না।

জীতেন তিওয়ারি
জীতেন তিওয়ারি
#কলকাতা: সিআইডি জিতেন তিওয়ারিকে নিয়ে নতুন করে আর তদন্ত করতে পারবে না। জিতেন তিওয়ারির ক্ষেত্রে সিআইডি তদন্তের ওপরে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। জিতেন তিওয়ারি সম্পর্কে নতুন তথ্য কিছু পেয়ে থাকলে সিআইডি সেই তথ্য সিবিআইকে হস্তান্তর করতে হবে। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।
কয়লা কাণ্ডে জিতেন তিওয়ারিকে সিআইডি'র দেওয়া নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন জিতেন তিওয়ারি। আবেদনকারীর দাবি, একই ঘটনায় সিবিআই তদন্ত করছে। তাই সি আই ডি তদন্ত করতে পারে না। সরকারি আইনজীবী আমীতেশ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ই সি এলের অভিযোগের ভিত্তিতে সিআইডি আগে তদন্ত শুরু করেছে। সিবিআই তাদের তদন্তের কাজ পরে শুরু করে। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। এই ঘটনা শুধু কেন্দ্রীয় সংস্থার জমির ওপরে সীমাবদ্ধ নয়।
advertisement
advertisement
বিচারপতি রাজা শেখর মান্থার প্রশ্ন, 'একই অপরাধের তদন্ত কি সমান্তরাল ভাবে দুটি তদন্তকারী সংস্থা করতে পারে?' সরকারি আইনজীবী জানান, 'না। তবে সিআইডি, ইসিএল-এর অভিযোগের ভিত্তিতে প্রথম তদন্তের কাজ শুরু করেছে। ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বহু অভিযুক্তের আগাম জামিনের আবেদন এখনও বিচারাধীন। তারা তো কেউ এই আবেদন নিয়ে আসেননি। জিতেন তিওয়ারি এল কেন? তাঁকে তো ইনফরমেশনের জন্য ডাকা হয়েছে। ২ টি সংস্থার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। আবেদনকারী কেন আশঙ্কা করছেন তিনি গ্রেফতার হতে পারেন। তিনি কি তাহলে জড়িত?'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কয়লাপাচার মামলায় স্বস্তিতে জীতেন তিওয়ারি! সিআইডিকে 'বড়' নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement