ISKCON Ratha Yatra: আগামী বছর থেকেই...রথযাত্রার উদ্বোধনে গিয়ে আগাম আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা, সকলকে জানালেন শুভেচ্ছা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
উদ্বোধনের পর রথযাত্রা কোন পথে যাচ্ছে ইসকন রথ? কলকাতার কোন কোন রাস্তায় অপেক্ষা করলে আপনি জগন্নাথ দেব থেকে শুরু করে বলরাম ও সুভদ্রা দর্শন করতে পারবেন? ইস্কন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রথযাত্রার পথটি এরকম:
কলকাতা: আজ রথযাত্রা৷ মেঘলা দিন, বৃষ্টির মধ্যে দিয়েই হয়ে গেল উৎসবের সূচনা৷ কলকাতার ৩সি, অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুপুর ২টো নাগাদ ইসকন মন্দির থেকে শুরু হয় এবারের রথযাত্রা৷ এদিন মমতার পাশে ছিলেন মন্ত্রী থেকে বিধায়ক, অভিনেতা থেকে অভিনেত্রীরা৷
অনুষ্ঠানের সূচনার আগে মমতা বলেন, ‘‘আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি৷ আপনারা পুরীতে জগন্নাথ দর্শন করে থাকেন, আগামী বছর আপনারা দীঘাতে রথ যাত্রা দেখতে পাবেন। পুজোর পর উদ্বোধন। মন্দির না উদ্বোধন করে রথ কীভাবে করা যাবে? আগামী বছরের জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের দিনটা অত্যন্ত শুভ আপনাদের সকলকে শুভনন্দন জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক তিনি জগৎপিতা স্বস্তি দিক শক্তি দিক ভক্তি দিন৷ জয় জগন্নাথ৷ সবাই সুস্থ থাকুন শুভ রথযাত্রা৷’’
advertisement
advertisement
সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কৃপায় এই শুভদিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময়।
আজ সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন। ঐতিহাসিক মাহেশে আমরা মন্দিরের ঐতিহ্যসম্মত পুনর্নির্মাণ করেছি, কলকাতায় ইসকনের রথযাত্রায় আমি…
— Mamata Banerjee (@MamataOfficial) July 7, 2024
advertisement
উদ্বোধনের পর রথযাত্রা কোন পথে যাচ্ছে ইসকন রথ? কলকাতার কোন কোন রাস্তায় অপেক্ষা করলে আপনি জগন্নাথ দেব থেকে শুরু করে বলরাম ও সুভদ্রা দর্শন করতে পারবেন? ইস্কন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রথযাত্রার পথটি এরকম:
অ্যালবার্ট রোড থেকে রথচলা শুরু করে…
আরও পড়ুন: সেই ১৮৮৫ সাল থেকে হয়ে আসছে রথ টানা, পুরীর আদলে মাহেশের মন্দিরে এবার অপেক্ষা করছে নতুন চমক
হাঙ্গারফোর্ড স্ট্রিট -> এ.জে.সি বোস রোড -> শরৎ বোস রোড -> হাজরা রোড -> এস.পি. মুখার্জি রোড -> আশুতোষ মুখার্জি রোড -> চৌরঙ্গী রোড -> এক্সাইড ক্রসিং -> জে.এল. নেহেরু রোড -> আউটট্রাম রোড -> সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।
advertisement
উল্টো রথযাত্রা সোমবার, ১৫ জুলাই পার্ক স্ট্রিট মেট্রোর কাছে আউটট্রাম রোড থেকে দুপুর ১২ টায় শুরু হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 07, 2024 2:44 PM IST