Mamata Banerjee on Waqf Amendment Bill: ওয়াকফ বিলের বিরুদ্ধে সরব মমতা, প্রতিবাদ চলবে...! জানালেন মুখ্যমন্ত্রী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ওয়াকফ বিলের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। আলোচনা ছাড়াই এই বিল বলে অভিযোগ। রাজ্যকেও না জানানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
আবীর ঘোষাল ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে গত সোমবার। আজ, বৃহস্পতিবার সেই অধিবেশনে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় গিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ আইন নিয়ে যে উত্তপ্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল ৷ এদিন এই বিবটি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী ৷ ওয়াকফ সংশোধনী নিয়ে যে বিলটি কেন্দ্রীয় সরকার সংসদে পেশ করেছিল, তা আইনে পরিণত করানোর আগে সেটি নিয়ে বিতর্ক বেধেছে। তাই বিলটিকে আপাতত যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। সেই কমিটিতে বিলটির বিরোধিতা করেছে তৃণমূল।
বিধানসভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ওয়াকফ সংশোধন বিল নিয়ে সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়নি। ওয়াকফ বোর্ড ব্রিটিশ আমল থেকে চলে আসছে। ১৯৯৫ সালে ওয়াকফ আইনের সংশোধন করা হয়েছে। আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। ২০২৪ সালে যেটা আনা হয়েছে, তা রাজ্যদের সঙ্গে কনসাল্ট করা উচিত ছিল বলে আমি মনে করি। আমরা সংবাদমাধ্যমে দেখে জানি সেটা। আমাদের সাংসদরা পার্লামেন্টে প্রতিবাদ করেছিলেন। একটা জয়েন্ট কমিটিও হয়েছে। এই বিলটা নিয়ে সরকারকে জানানো হয়নি। আশ্চর্যজনক ভাবে আমরা যখন চাকরি দিই, আমরা একটা বিজ্ঞাপনও দিয়েছি। কেন্দ্র শুধু একটা কাগজে বিজ্ঞাপন দিয়ে বলেছে যদি কোনও অসুবিধা হয় তাহলে এই ওয়েবসাইটে জানতে পারেন।’’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ওয়াকফ নিয়ে আমাদের কথা দফতর থেকে চিঠি দিয়ে জানিয়েছিলাম। যদিও এই বিলটা যৌথ সংসদীয় কমিটিকে পাঠানো হয়েছে। সবাই সেটা বয়কট করেছে। ওয়াকফে সবাই দান করে। শুধু মুসলিমরা নয়, হিন্দুরাও দান করে। তাদের কি বুলডোজার দিয়ে উচ্ছেদ করে দেব? যদি কোনও ধর্মের উপর অত্যাচার হয়, অবশ্যই আমরা প্রতিবাদ করব। অন্য দেশেও যদি ধর্ম নিয়ে কিছু হয়, আমরা সমর্থন করি না। আমরা নিন্দা করি। ওয়াকফ বিলটি যে পেশ করা হয়েছে তাতে সাম্যের অধিকারটি কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্র এমন কোনও আইন করতে পারে না, যাতে রাজ্য বিধানসভার ক্ষমতা খর্ব হয়। এখানে রাজ্য বিধানসভার ক্ষমতা খর্ব করা হয়েছে।’’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ‘‘আমরা যখন ক্ষমতায় আসেনি, সংখ্যালঘু দফতরের বাজেট ছিল ৪৭২ কোটি টাকা ৷ এখন সেটা ১০ গুণ বেড়ে ৪৩৮১ কোটি টাকা হয়েছে ৷ ওয়াকফ বোর্ডের মেইনটেইন-এর জন্যই ২২ কোটি টাকা দিতে হয়। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে বুলডোজার দিয়ে কারোর সম্পত্তি ভাঙা যাবে না, আপনারা সেটা জানেন। আমরা ইংরেজি মাধ্যমে মাদ্রাসা করে দিচ্ছি। যারা পিছিয়ে রয়েছেন, তাদের তো সমাজের মূল স্রোতে ফিরতে হবে। ১ লক্ষের বেশি হজ যাত্রা হয়েছে। হজ হাউস হয়েছে। আমি তো আর বুলডোজার দিয়ে সরাতে পারব না। আপনারাও দ্বায়িত্ব নিন যাতে কেউ সরকারি সম্পত্তি দখল করতে না পারে। রাজ্যের নয়, কেন্দ্রেরও নয়।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 28, 2024 12:16 PM IST