Air India Pilot Dies: নিরামিষ খেতে বাধ্য করেন প্রেমিক, এয়ার ইন্ডিয়ার পাইলটের রহস্যমৃত্যু! মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Air India Pilot Srishti Tuli Dies: সূৃষ্টির পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর জন্য প্রেমিক আদিত্য পণ্ডিতকেই দায়ী করা হচ্ছে ৷ থানায় অভিযোগ দায়েরের পর সৃষ্টির বয়ফ্রেন্ডকে আটক করে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
মুম্বই: এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের রহস্যমৃত্যু। মুম্বইয়ের আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে ওই পাইলটের নিথর দেহ উদ্ধার করা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পাইলটের নাম সৃষ্টি তুলি ৷ এবং তাঁর বয়স ২৫ ৷ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই মহিলা পাইলট আত্মহত্যাই করেছেন ৷ সূৃষ্টির পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর জন্য প্রেমিক আদিত্য পণ্ডিতকেই দায়ী করা হচ্ছে ৷ থানায় অভিযোগ দায়েরের পর সৃষ্টির বয়ফ্রেন্ডকে আটক করে এখন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
সৃষ্টির প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক করেছে পুলিশ। তরুণীর পরিবারের অভিযোগ, যুবক তাঁকে নানা ভাবে হেনস্থা করতেন। এমনকী, সৃষ্টিকে নিরামিষ খাওয়া শুরু করতেও বাধ্য করেছিলেন।
advertisement
উত্তর প্রদেশের বাসিন্দা সৃষ্টি তুলি কর্মসূত্রে মুম্বইতে থাকতেন ৷ সেখানেই ২৭ বছর বয়সী আদিত্যর সঙ্গে তাঁর আলাপ হয় ৷ দু’জনের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ৷ ফ্ল্যাট থেকে মহিলা পাইলটের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ৷ মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ ৷
advertisement
ঘটনার সময় তরুণীর প্রেমিক দিল্লি যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ ৷ সেইসময় সৃষ্টি তাকে ফোন করে জানান, যে তিনি আত্মহত্যা করবেন ৷ এমন ফোন পেয়ে মাঝপথেই তড়িঘড়ি আদিত্য ফিরে এলেও শেষরক্ষা হয়নি ৷ ঝুলন্ত অবস্থায় পাইলটের দেহ উদ্ধার হয় আন্ধেরির ফ্ল্যাটে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
November 28, 2024 10:40 AM IST