লোকসভা নির্বাচনেও সপা-বিএসপি জোটের ইঙ্গিত মায়াবতীর, টুইটে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

সপা-বিএসপি জোট উত্তরপ্রদেশের গোরখপুর এবং ফুলপুরে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছে ৷ কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যসভায় ১০টি আসনের মধ্যে ৯টি আসনেই হেরে গিয়েছে অখিলেশ-মায়াবতী জুটি ৷

#নয়াদিল্লি: সপা-বিএসপি জোট উত্তরপ্রদেশের গোরখপুর এবং ফুলপুরে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছে ৷ কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যসভায় ১০টি আসনের মধ্যে ৯টি আসনেই হেরে গিয়েছে অখিলেশ-মায়াবতী জুটি ৷ তবে, সেই হার তাদের জোটে কোনও প্রভাব ফেলবে না ৷ সে কথা এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মায়াবতী ৷ আর মায়াবতীর সেই কথাতেই সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান মায়াবতী ৷ পাশাপাশি সপা-বিএসপি জোট ২০১৯ লোকসভা নির্বাচনেও যে একসঙ্গে লড়বে সেই ইঙ্গিতও এদিন দিলেন মায়াবতী ৷ এরপরই টুইট করে মায়াবতীর সিদ্ধান্তকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি মায়াবতীর পাশে থাকার কথাও এদিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ৷ মায়াবতীর এহেন সিদ্ধান্তে উচ্ছ্বসিত তিনি ৷ সেই বিষয়টি টুইটেই স্পষ্ট ৷
advertisement
advertisement
কিন্তু মুখ্যমন্ত্রীর সমর্থন রাজনৈতিক মহলে অন্য ইঙ্গিত দিচ্ছে ৷ কারণ কংগ্রেস এবং বিজেপি দলকে রুখতে আঞ্চলিক দলগুলি জোটবদ্ধ হয়ে ফেডারেল ফ্রন্ট গঠনের দিকে এগোচ্ছে ৷ ইতিমধ্যেই ডিএমকে নেতা এমকে স্তালিন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এর পরেই মায়াবতীর প্রকাশ্যে জোটের ইঙ্গিতে মুখ্যমন্ত্রীর মনোবলও বেশ কিছুটা বেড়ে গিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লোকসভা নির্বাচনেও সপা-বিএসপি জোটের ইঙ্গিত মায়াবতীর, টুইটে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement