New Town Durga Angan Details: ৩৬৫ দিন মা দুর্গার দর্শন, ৬৪টি শিব মন্দির, ১০০৮টি স্তম্ভ! আর কী কী থাকবে দুর্গা অঙ্গনে, জানালেন মমতা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
নিউ টাউন বাসস্ট্যান্ডের কাছেই অ্যাকশন এরিয়া ১-এ গড়ে উঠবে দুর্গা অঙ্গন৷ শিলন্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
অদূর ভবিষ্যতে নিউ টাউনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে ‘দুর্গা অঙ্গন’৷ এ দিন নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলন্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ম এবং সংস্কৃতির পীঠস্থান হয়ে উঠবে দুর্গা অঙ্গন৷ দিঘার জগন্নাথ মন্দির যেরকম জনপ্রিয় হয়ে উঠেছে, ভবিষ্যতে এই দুর্গা অঙ্গনও একই রকম ভাবে জনপ্রিয় হয়ে উঠবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
‘দুর্গা অঙ্গন’-এর মূল বৈশিষ্ঠ্য কী কী থাকছে, এ দিন সেই পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যা সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দিঘার জগন্নাথ মন্দিরের নকশা যাঁরা করেছেন, তাঁরাই এই দুর্গা অঙ্গনের নকশাও করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ৩৬৫ দিনে মা দুর্গার পুজো হবে। ৩৬৫ দিনে মা দুর্গাকে দেখতে পাবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনেক কর্মসংস্থান হবে। প্রচুর দোকান হবে।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক দুর্গা অঙ্গন-এর মূল আর কী কী বৈশিষ্ট্যের কথা বললেন মুখ্যমন্ত্রী-
advertisement
- ২ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে দুর্গা অঙ্গন তৈরি হবে৷ মন্দিরের মাঝখানে একবারে ১ হাজার মানুষ বসতে পারবেন। ১০০৮টি স্তম্ভ করা হচ্ছে।
- মা দুর্গার মূল মন্দির ছাড়াও কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশের আলাদা মন্দির হবে।
- মূল গর্ভগৃহের উচ্চতা হবে ৫৮ মিটার। নকশা করা খিলান, ৬৪ টি শিব মন্দির, ১০৮টি দেবদেবীর মূর্তি, সিংহ দুয়ার,পবিত্র কুণ্ড, প্রসাদ তৈরির ঘর থাকবে।
- এখানে ৫০০ টি গাছ লাগানো হবে। মাত্র ২০ শতাংশ জায়গায় শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। বাকিটা খোলা থাকবে।
advertisement
মুখ্যমন্ত্রীর আশা, দুর্গা অঙ্গনের জন্য রাজ্যে আসা দেশি এবং বিদেশি পর্যটকের সংখ্যা আরও বাড়বে৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই যে টাকা অনুদান এসেছে তাতে দুর্গা অঙ্গনের মা দুর্গার মূর্তি তৈরি হয়ে যাবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 29, 2025 6:02 PM IST









