Mamata Banerjee|| Durga Puja: পুজো শুরু আজ থেকেই..., কলকাতাকে রঙিন শোভযাত্রায় রাঙিয়ে ঘোষণা মমতার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee|| Durga Puja: জোড়াসাঁকো থেকে রেডরোড। দুর্গাপুজোর দীর্ঘ পথের বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হালকা বৃষ্টির মধ্যেই শুরু হয় শোভাযাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল। আমরা মিছিলে UNESCO কে ধন্যবাদ জানাব। ভাদ্র মাসে বর্ষণ হয়। কিছু করার নেই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি।"
advertisement
advertisement
তিলোত্তমার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা। দুপুর ২ টোর সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মূল ফটকের সামনে থেকে শুরু হল বর্ণাঢ্য পদযাত্রা। পদযাত্রা শেষ হবে রেড রোডে। এই পদযাত্রাকে ঘিরে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রয়োজনে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে অন্য দিকে। থাকছে কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে বর্ণাঢ্য পদযাত্রা পৌঁছে যাবে রেড রোডে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 2:35 PM IST