Mamata Banerjee on BJP: আজই যাওয়ার কথা ছিল মমতার, আচমকা বাতিল খড়্গপুরের কারখানার উদ্বোধন! ভাইরাসকে সন্দেহ মুখ্যমন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দেন, তাঁকে আমন্ত্রণ জানানোর কারণেই ওই সংস্থার উপরে চাপ সৃষ্টি করে অনুষ্ঠান বাতিল করানো হয়েছে৷
গতকালই তিনি ঘোষণা করেছিলেন আজ খড়্গপুরে বিড়লা গোষ্ঠীর নতুন কারখানার উদ্বোধনে যাবেন৷ কিন্ত সেই ঘোষণার পর পরই বাতিল হয়ে গেল সেই উদ্বোধনী অনুষ্ঠান৷ আচমকা এই উদ্বোধন অনুষ্ঠান বাতিল হওয়ার পিছনে অবশ্য অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী৷
এ দিন উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরে মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকাল আমি ঘোষণা করেছিলাম বিড়লার কারখানার কাজ শেষ হয়েছে উদ্বোধন করতে যাব খড়্গপুরে। এর আধ ঘণ্টার মধ্যেই মেসেজ। অসুস্থতার কারণে এখন প্রোগ্রাম ক্যান্সেল করা হচ্ছে। আমি তাঁদের কোন দোষ দিচ্ছি না, বেচারা। আমার তো মনে হচ্ছে এটা ভাইরাসের কাজ। এরা আবার গণতন্ত্রের কথা বলে মুখে।’
advertisement
মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দেন, তাঁকে আমন্ত্রণ জানানোর কারণেই ওই সংস্থার উপরে চাপ সৃষ্টি করে অনুষ্ঠান বাতিল করানো হয়েছে৷ স্পষ্টতই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের দিকেই ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
এর পরই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার দেশটাকে শেষ করে দেবে। আমি দুঃখিত। আমি অনেক সরকার দেখেছি কিন্তু এই রকম একগুঁয়ে সরকার আগে দেখিনি। বিজেপির নেতারা এসে বলে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে। এখন বন্যা হয়েছে, দুর্যোগের মধ্যে আছে রাজ্যের একাংশ। এর মধ্যে এসআইআর-এর কাজ শুরু। কী ভাবে এরা? বিজেপি পার্টির কমিশন! নাকি গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কমিশন! এটা পুরোটাই অমিত শাহের খেলা। উনি আসলে অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কাজ করছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2025 7:39 PM IST