Andhra Pradesh News: হঠাৎ বিকট আওয়াজ, মুহূর্তে বিস্ফোরণ! এরপরই মৃত্যুমিছিল...ভয়াবহ ঘটনা অন্ধ্রপ্রদেশে! যা ঘটল, শিউরে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Andhra Pradesh News: আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোদাবরী: উৎসবের মরশুমে ভয়াবহ বিস্ফোরণ। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে এই দুর্ঘটনা। দীপাবলি ও ছটপুজোকে ঘিরে বাজি তৈরির কাজ চলাকালীন হঠাৎ আগুন ধরে মুহূর্তে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও কয়েকজন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে কারখানার ভিতরে।
advertisement
advertisement
বাসিন্দাদের কথায়, দুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। তাঁরা দেখেন, বাজি কারখানার দিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। মুহূর্তের মধ্যে দেখা যায় আগুনের লেলিহান শিখা। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় দমকলে।
advertisement
ততক্ষণে আগুন ছড়াতে শুরু করে। দমকলের ইঞ্জিন এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। বেশ কয়েক জনকে উদ্ধার করে রাজামুন্দ্রি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে ৬ জনের মৃত্যু ঘটে গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 08, 2025 7:18 PM IST