Mamata Banerjee: ক্ষমতায় আসছি আমরাই, অন্তিম প্রহরে প্রার্থীদের মোক্ষম টিপস দিলেন মমতা

Last Updated:

৪৫ মিনিটের বৈঠকে গণনা দিনে কী করণীয়, তা প্রার্থী এবং এজেন্টদের বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রীই।

জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়।
জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: আটটির মধ্যে ৬টি এক্সিট পোলই তাঁর পক্ষে মতামত দিয়েছে। দলের সব বিধায়কদের সঙ্গে বৈঠকে আত্মবিশ্বাসী দেখাল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। অন্তিম প্রহরে দলীয় নেতাদের মমতার ভোকাল টনিক-  সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় আমরাই ফিরছি (Bengal Election Results)। ৪৫ মিনিটের বৈঠকে গণনা দিনে কী করণীয়, তা প্রার্থী এবং এজেন্টদের বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রীই।
দেখে নেওয়া যাক শেষ মুহূর্তে মমতা কী সাজেশান দিলেন নেতাদের
পোস্টাল ব্যালট নিয়ে মমতার উবাচ
পোস্টাল ব্যালট গণনায় সাবধান থাকুন। ভালো করে নজরদারি করবেন। কাউন্টিং নিয়ে সতর্ক থাকতে হবে। অনেক কিছু রটেছে, ভোরবেলা ঢুকে যাবেন। আপনারা। কোনও জায়গা ছাড়া যাবে না। সব নজর রাখবেন। আমাদের অনেক আসন আছে যা জয় নিশ্চিত। সেখানে বিজেপি সমস্যা করতে পারে৷ ফলে সাবধানে থাকুন। শেষ আসনের শেষ জায়গা অবধি বসে থাকবেন। কোনও ভাবেই বেরিয়ে আসবেন না।
advertisement
advertisement
নজরে উত্তরবঙ্গ
উত্তরবাংলায় বিশেষ নজর দিন। ওখান থেকে আমাদের আসন অনেক আসবে।বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি বেশ কিছু আসন আছে যেখানে প্রথম দিকে আমরা পিছিয়ে থাকতে পারি। দুঃখ করে বেরিয়ে আসবেন না। ওগুলো আমরা জিতব। শেষ অবধি অপেক্ষা করতে হবে।
তবে যাওয়ার আগে
ফর্ম ১৭ ভালো করে দেখে তারপর গণনা শুরু করতে দেবেন। খাতা,পেন সাথে নিয়ে যাবেন। কাউন্টিং সেন্টারে কোনও ভাবেই অন্যের দেওয়া খাবার, সিগারেট নেবেন না। সরাসরি যোগাযোগের জন্যে দুটি হেল্প লাইন নাম্বার দেওয়া হয়েছে। সেখানে যোগাযোগ করবেন। প্রলোভনে পা দেবেন না। মেশিন ছেড়ে যাবেন না।
advertisement
তৃণমূল চাইছে, শেষ মুহূর্তে যাতে এক মুহূর্তও কোনও ভুল না হয়। পাশাপাশি বেশি ব্যবধানে জয় নিশ্চিত করতেও মরিয়া ঘাসফুল শিবির। ভোটের আগে তৃণমূলের বহু নেতাই শিবির বদল করেছে।  পদ্মযোগের এই ট্রেন্ড কি ভোটের পরেও বজায় থাকবে, তাই আপাতত সবচেয়ে বড় মাথাব্যথা তৃণমূলের।  অবশ্য শেষ কথা বলবে জনতা জনার্দন, আপাতত তাই অপেক্ষা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ক্ষমতায় আসছি আমরাই, অন্তিম প্রহরে প্রার্থীদের মোক্ষম টিপস দিলেন মমতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement