বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের মৃত্যুতে শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:
#কলকাতা: মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ। তাঁর বয়স হয়েছিল ঊননব্বই বছর। ঢাকার একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার স্থানীয় সময় সকাল পৌনে আটটা নাগাদ সেখানেই মৃত্যু হয় তাঁর। এরশাদের দীর্ঘদিনের সঙ্গী তথা জাতীয় পার্টির আইনি উপদেষ্টা কাজি ফিরোজ রশিদ জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে প্রাক্তন রাষ্ট্রপ্রধানের। মহম্মদ এরশাদের মৃত্যুতে শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
শোকবার্তায় তিনি লিখলেন, ‘বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মহম্মদ এরশাদের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ সকাল পৌনে ৮টায় ঢাকার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৯ বছর ৷ আদতে কোচবিহারের বাসিন্দা মহম্মদ এরশাদের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল।
প্রয়াত এরশাদ বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশের সংসদের বিরোধী দলনেতা ছিলেন ৷ তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি মহম্মদ এরশাদের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।’
advertisement
advertisement
১৯৩০ সালের পয়লা ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহারে জন্ম হয় এরশাদের। পরে পরিবারের সঙ্গে চলে যান তৎকালীন পূর্ব পাকিস্তানের রংপুরে। সেখানকার স্কুলেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন এরশাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন তিনি ৷ এরপর ১৯৫২ সালে পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন তিনি। একাত্তরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এরশাদ। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে চলে আসেন। ১৯৮২-তে তাঁর নেতৃত্বেই বাংলাদেশে শুরু হয় সামরিক শাসন ৷ বাংলাদেশের রাষ্ট্রপতি হন এইচ এম এরশাদ। প্রায় সাত বছর ক্ষমতায় থাকার পর ১৯৯০ সালে প্রবল গণ বিক্ষোভের মুখে পড়ে রাষ্ট্রপতি পদ পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ ।
advertisement
দিনহাটায় কেটেছে এরশাদের শৈশব৷ বাংলাদেশ থেকে শিকড়ের টানে বারবার ছুঁটে আসতেন দিনহাটায়। সেখানে এখনও বাস করে তাঁর ভাইয়ের পরিবার। ২০১৭-র এপ্রিলে শেষবার এদেশে আসা। তাঁর প্রয়াণে শোকে মিলে গেল এপার-ওপার ৷
আগামী মঙ্গলবার রঙপুরে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হবে। এরশাদের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের মৃত্যুতে শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement