Mamata Banerjee: ‘ভাণ্ডার আছে, খুলে দেব,’ টিম নিয়ে বাড়ি বাড়ি সার্ভে...নাম বাদ দেওয়ার ‘চক্রান্ত’! মমতা বললেন, ‘কমিশনের আয়ু কিন্তু...’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এদিনের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী আবারও সতর্ক করে দিলেন SIR নিয়ে৷ বললেন, ‘‘যতই চক্রান্ত করে কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না।’’
কলকাতা: দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের ঠিক আগের দিন৷ দিঘা থেকেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে তখন সবে শুরু হয়েছে SIR ৷ তারপরে অনেকটা সময় কেটে গিয়েছে, এসআইআর-এর জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ বিভিন্ন মঞ্চ থেকে দফায় দফায় এসআইআর নিয়ে জোড়াল আক্রমণ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন উদযাপন অনুষ্ঠানের মঞ্চেও মমতার মুখে উঠে এল এসআইআর প্রসঙ্গ৷
advertisement
এদিনের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী আবারও সতর্ক করে দিলেন SIR নিয়ে৷ বললেন, ‘‘যতই চক্রান্ত করে কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না।’’
advertisement
advertisement
পাশাপাশি, bdo, sdo, dm–দেরও ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা৷ বলেন, ‘‘ললিপপ সরকার bdo, sdo, dm দের ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশন এর আয়ু তিন মাস। আমাদের কাছে দুর্নীতির ভাণ্ডার আছে, খুলে দেব।’’
advertisement
মমতা বলেন, ‘‘ললিপপ সরকার এর ললিপপ বাবু আপনাদের পরিবার এর আইএএস আইপিএস দের দিয়ে চালাচ্ছেন? আপনাদের জোর জলুম মানচ্ছে না। মানবে না। বিনা যুদ্ধে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়েনি, ছাড়বে না।’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 28, 2025 2:33 PM IST