Mamata Banerjee: ‘ভাণ্ডার আছে, খুলে দেব,’ টিম নিয়ে বাড়ি বাড়ি সার্ভে...নাম বাদ দেওয়ার ‘চক্রান্ত’! মমতা বললেন, ‘কমিশনের আয়ু কিন্তু...’

Last Updated:

এদিনের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী আবারও সতর্ক করে দিলেন SIR নিয়ে৷ বললেন, ‘‘যতই চক্রান্ত করে কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না।’’

News18
News18
কলকাতা: দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের ঠিক আগের দিন৷ দিঘা থেকেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে তখন সবে শুরু হয়েছে SIRতারপরে অনেকটা সময় কেটে গিয়েছে, এসআইআর-এর জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তবিভিন্ন মঞ্চ থেকে দফায় দফায় এসআইআর নিয়ে জোড়াল আক্রমণ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়এবার তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন উদযাপন অনুষ্ঠানের মঞ্চেও মমতার মুখে উঠে এল এসআইআর প্রসঙ্গ
advertisement
এদিনের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী আবারও সতর্ক করে দিলেন SIR নিয়ে৷ বললেন, ‘‘যতই চক্রান্ত করে কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না।’’
advertisement
advertisement
পাশাপাশি, bdo, sdo, dmদেরও ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতাবলেন, ‘‘ললিপপ সরকার bdo, sdo, dm দের ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশন এর আয়ু তিন মাস। আমাদের কাছে দুর্নীতির ভাণ্ডার আছে, খুলে দেব।’’
advertisement
মমতা বলেন, ‘‘ললিপপ সরকার এর ললিপপ বাবু আপনাদের পরিবার এর আইএএস আইপিএস দের দিয়ে চালাচ্ছেন? আপনাদের জোর জলুম মানচ্ছে না। মানবে না। বিনা যুদ্ধে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়েনি, ছাড়বে না।’’
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ‘ভাণ্ডার আছে, খুলে দেব,’ টিম নিয়ে বাড়ি বাড়ি সার্ভে...নাম বাদ দেওয়ার ‘চক্রান্ত’! মমতা বললেন, ‘কমিশনের আয়ু কিন্তু...’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement