Mamata Banerjee: বিজয় সম্মেলনীতে চমকে দিলেন মমতা, জানালেন নিজের দোষ-গুণ! হাততালিতে ভরল প্রেক্ষাগৃহ

Last Updated:

Mamata Banerjee: ১০০ দিনের বকেয়া নিয়ে মোদি সরকারকে নিশানা করেন মমতা। এরই সঙ্গে নিজের স্বভাব নিয়ে সাফ কথা বলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
কলকাতা: সোমবার ভবানীপুরে বিজয়া সম্মিলনী থেকে ঝাঁঝাল বক্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। ১০০ দিনের বকেয়া নিয়ে মোদি সরকারকে নিশানা করেন মমতা। এরই সঙ্গে নিজের স্বভাব নিয়ে সাফ কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বাচ্চাদের কবিতার বইতে এপাং ওপাং ঝপাং হবে না তো কী হবে? অনেকে জানে না আমি দিনে একটা করে শোয়েটার বুনতাম। আমি আন্দোলন করতে ভালবাসি, ঝগড়া করতে ভালবাসি, অপ্রিয় সত্য বলতে ভালবাসি’।
সোমবার ভবানীপুরে বিজয়া সম্মিলনী থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলে দেন, ‘আমি জীবনে কারও দয়া চাই না। তাই নিজের নামে স্টেডিয়াম বানাই না। আমার পাবলিসিটির প্রয়োজন নেই। আমি নিজের নামে ট্রেন লাইনও করি না, প্রয়োজন নেই।’ উল্লেখ্য, আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামের নামবদল করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করাকেই কটাক্ষ করেন মমতা।
advertisement
আরও পড়ুন: ‘ভাল নেই আমি, আদালত আমাকে মুক্তি দেবে’, আদালতের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়
নরেন্দ্র মোদির নামে স্টেডিয়ামের প্রসঙ্গ তুলে কটাক্ষের পাশাপাশি মমতার গলায় এদিন হুঙ্কার, ‘আমি দেড় লাখ মাইনে পেতে পারি। সব সুবিধা পেতে পারি। আমি সাত বারের সাংসদ। তাহলে তো এখন আ।আমার ৪০-৫০ কোটি জমানোর কথা। আমি চাই না একটা মুখ খুলি। আমার দেশের সমালোচনা হোক। আমি দেশ ভালবাসি। তাই চুপ করে আছি। কথায় কথায় বলে সব করে দিয়েছি। দেশটা সবার। পৃথিবী সবার। মনে রাখবেন আমরা একা কেউ নই।’
advertisement
advertisement
এদিন দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের বিজয়া সন্মেলনের অনুষ্ঠানে গানের ইতিহাস নিয়ে অনেক কথা বললেন তিনি৷ ছোটবেলায় গান শিখেছিলেন, তিন বছর৷ সে কথাও তিনি বললেন৷ শুধু তাই নয়, সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে দ্বিজেন মুখোপাধ্যায় তাঁর কাছে গান শুনতে চাইতেন, সে কথাও বললেন তিনি৷ তিনি এক দিকে যেমন বললেন, বাংলা গানের স্বর্ণযুগের কথা, তেমনই বললেন আধুনিক বাংলা গানের কথাও৷ একেবারে আধুনিক শিল্পীদের নিয়েও কথা বললেন তিনি৷
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বিজয় সম্মেলনীতে চমকে দিলেন মমতা, জানালেন নিজের দোষ-গুণ! হাততালিতে ভরল প্রেক্ষাগৃহ
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement