Mamata Banerjee: কোভিড পরিস্থিতি নিয়ে হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন মমতা, গা ছাড়া মনোভাব আটকাতে বড় নির্দেশ?

Last Updated:

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত কয়েকদিনে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ বা তার নীচেই থেকেছে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজ্যের কোভিড পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷ তা সত্ত্বেও কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী কেন বৈঠক ডাকলেন, তা নিয়ে প্রশাসনিক মহলেও কৌতূহল সৃষ্টি হয়েছে৷ প্রসঙ্গত কোভিড পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কোভিড নিয়ে রাজ্যগুলি যাতে ঢিলেঢোলা মনোভাব না দেখায়, মুখ্যমন্ত্রীদের উদ্দেশে সেই বার্তাই দিয়েছিলেন নরেন্দ্র মোদি৷
advertisement
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত কয়েকদিনে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ বা তার নীচেই থেকেছে৷ এ দিনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মাত্র ৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ সবমিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি যে বিশেষ উদ্বেগজনক নয়, তা স্পষ্ট৷
advertisement
তবে করোনার দাপট নিয়ন্ত্রণে আসতেই সাধারণ মানুষের মতো প্রশাসনও কিছুটা গা ছাড়া মনোভাব দেখাচ্ছে৷ বাজার থেকে শুরু করে গণপরিবহণে যাতায়াতের সময় অনেকেই মাস্ক পরছেন না৷ স্যানিটাইজারের ব্যবহারও কমেছে৷ ফলে বুধবারের বৈঠক থেকে করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধিগুলি পালনের উপরে মুখ্যমন্ত্রী বিশেষ জোর দিতে পারেন বলে মনে করা হচ্ছে৷
advertisement
পাশাপাশি বুধবারের বৈঠকে ঘূর্ণিঝড় অশনির জেরে প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি ও মোকাবিলা নিয়েও একপ্রস্ত আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী৷ আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, বাংলায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই৷ তবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: কোভিড পরিস্থিতি নিয়ে হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন মমতা, গা ছাড়া মনোভাব আটকাতে বড় নির্দেশ?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement