Mamata Banerjee: কোভিড পরিস্থিতি নিয়ে হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন মমতা, গা ছাড়া মনোভাব আটকাতে বড় নির্দেশ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত কয়েকদিনে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ বা তার নীচেই থেকেছে৷
রাজ্যের কোভিড পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷ তা সত্ত্বেও কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী কেন বৈঠক ডাকলেন, তা নিয়ে প্রশাসনিক মহলেও কৌতূহল সৃষ্টি হয়েছে৷ প্রসঙ্গত কোভিড পরিস্থিতি নিয়ে কয়েকদিন আগেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কোভিড নিয়ে রাজ্যগুলি যাতে ঢিলেঢোলা মনোভাব না দেখায়, মুখ্যমন্ত্রীদের উদ্দেশে সেই বার্তাই দিয়েছিলেন নরেন্দ্র মোদি৷
advertisement
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত কয়েকদিনে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ বা তার নীচেই থেকেছে৷ এ দিনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মাত্র ৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ সবমিলিয়ে রাজ্যের করোনা পরিস্থিতি যে বিশেষ উদ্বেগজনক নয়, তা স্পষ্ট৷
advertisement
তবে করোনার দাপট নিয়ন্ত্রণে আসতেই সাধারণ মানুষের মতো প্রশাসনও কিছুটা গা ছাড়া মনোভাব দেখাচ্ছে৷ বাজার থেকে শুরু করে গণপরিবহণে যাতায়াতের সময় অনেকেই মাস্ক পরছেন না৷ স্যানিটাইজারের ব্যবহারও কমেছে৷ ফলে বুধবারের বৈঠক থেকে করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধিগুলি পালনের উপরে মুখ্যমন্ত্রী বিশেষ জোর দিতে পারেন বলে মনে করা হচ্ছে৷
advertisement
পাশাপাশি বুধবারের বৈঠকে ঘূর্ণিঝড় অশনির জেরে প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি ও মোকাবিলা নিয়েও একপ্রস্ত আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী৷ আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, বাংলায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই৷ তবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2022 8:04 PM IST