Bhabanipur By Poll Results | Mamata Banerjee Win: ভেঙে গেল ২০১১-এর বিরাট রেকর্ডও, ভবানীপুরে জয়ী মমতা! ভারত দখলের যাত্রা শুরু...

Last Updated:

Bhabanipur By Poll Results | Mamata Banerjee Win: এবার ২০১১ সালের ভবানীপুরের উপনির্বাচনের রেকর্ডও ভেঙে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, দেশে ১০০ কোটি মানুষের করোনা টিকাকরণ (Corona vaccination) সম্পূর্ণ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই পরিসংখ্যান দেখিয়ে দেশজুড়ে সাফল্যের উদযাপন করেছে। তবে গতকাল শিলিগুড়িতে সেই হিসেব নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয় ব্যাখ্যা দিয়ে বোঝান কেন এই দাবি মানা যায় না।
প্রসঙ্গত, দেশে ১০০ কোটি মানুষের করোনা টিকাকরণ (Corona vaccination) সম্পূর্ণ। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই পরিসংখ্যান দেখিয়ে দেশজুড়ে সাফল্যের উদযাপন করেছে। তবে গতকাল শিলিগুড়িতে সেই হিসেব নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয় ব্যাখ্যা দিয়ে বোঝান কেন এই দাবি মানা যায় না।
#কলকাতা: সব রেকর্ড ভেঙেচুরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুর উপনির্বাচনের ফলপ্রকাশের (Bhabanipur By Poll Results) শুরু থেকেই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে বহু পিছনে ফেলতে শুরু করেছিলেন তৃণমূল নেত্রী। আর বেলা বাড়ার সঙ্গেসঙ্গেই বোঝা যায়, রেকর্ড মার্জিনে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়েছেন ২৮৭১৯ ভোটে। সেই পরিসংখ্যান বহু আগেই ভেঙে এগিয়ে গিয়েছিলেন মমতা। আর এবার ২০১১ সালের ভবানীপুরের উপনির্বাচনের রেকর্ডও ভেঙে ফেললেন মমতা। শেষ খবর পাওয়া পর্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় ৫৮৮৩২ ভোটে জয়ী হয়েছেন ভবানীপুরে। ৫৮৩৮৯ ভোটে এগিয়ে ছিলেন ইভিএম গণনার শেষে। আর পোস্টাল ব্যালটে ৪৪৩টি ভোট পায় তৃণমূল।
প্রসঙ্গত, সীমানা পুনর্বিন্যাসের পর ২০১১ সালে ফের ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল৷ ৩৪ বছরের বাম শাসনের পর তৃণমূলের রাজ্যে ক্ষমতা দখলের সময় ভবানীপুর কেন্দ্র থেকে প্রথমে জিতেছিলেন তৃণমূলের থেকে সুব্রত বক্সী৷ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হলেও এ বারের মতোই ২০২১ সালেও তাঁকে ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়তে হয়েছিল৷ কারণ তখন তিনি সাংসদ ছিলেন৷ ফলে সুব্রত বক্সী ইস্তফা দেওয়ার পর ভবানীপুর থেকে লড়ে জিতে আসেন মমতা৷
advertisement
advertisement
২০১১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের সুব্রত বক্সী জিতেছিলেন ৪৯,৯৩৬ ভোটে৷ আর ২০১১-র উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন ৫৪,২১৩ ভোটে৷ কিন্তু এবার সেই রেকর্ডও ভেঙে গেল। জানা যাচ্ছে, ২০ রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন ৫৬, ৫৮৮ ভোটে। অর্থাৎ, এরই মধ্যে ভেঙে গিয়েছে ২০১১-এর ভবানীপুরের উপনির্বাচনে মমতারই করা রেকর্ড।
advertisement
এবারের ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন মোট  ৮৪৭০৯ ভোট, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬৩২০ ভোট। সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪২০১ ভোট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhabanipur By Poll Results | Mamata Banerjee Win: ভেঙে গেল ২০১১-এর বিরাট রেকর্ডও, ভবানীপুরে জয়ী মমতা! ভারত দখলের যাত্রা শুরু...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement