Mamata Banerjee attacks Suvendu Adhikari: ফের দল বদল করতে পারেন, এবার 'লাল জামা' পরবেন শুভেন্দু? বিধানসভায় বিস্ফোরক মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গত বেশ কিছু কয়েক মাস ধরেই বিজেপির রাজ্য সভাপতি পদে রদবদলের জল্পনা চলছে৷ এ দিন তা নিয়েও গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কটাক্ষের সুরে দাবি করলেন, বিরোধী দলনেতা বিজেপি-র রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা করছেন৷ এমন কি, শুভেন্দু ফের দলবদল করতে পারেন বলেও ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী৷
সাসপেন্ড হওয়ায় এই মুহূর্তে বিধানসভা অধিবেশনে অংশ নিতে পারছেন না শুভেন্দু অধিকারী৷ গত কয়েক দিন বিজেপি বিধায়কদের সঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মতবিরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা৷ এর প্রতিবাদে এ দিন বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি দেন তিনি৷
advertisement
আরও পড়ুন: মামাকে দিয়ে হারিয়েছিলেন শুভেন্দু, কী হয়েছিল হলদিয়ায়? দল বদল করে এবার জবাব দিতে চান তাপসী
advertisement
এই পরিস্থিতিতে এ দিন বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী৷ বক্তব্য রাখতে উঠলেও প্রথমে বিরোধী শিবিরকে বক্তব্য রাখার সুযোগ দেন তিনি৷ বিজেপির পক্ষে শঙ্কর ঘোষ বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, বিরোধী দলনেতাকে অধিবেশন কক্ষের বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে শাসক শিবির৷
advertisement
জবাব দিতে উঠে তৃণমূল বিধায়কদের হুঁশিয়ারি দেওয়ার জন্য নাম না করেই বিরোধী দলনেতাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দুর দল বদল নিয়েও কটাক্ষ করেন তিনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যিনি এইসব কথা বলেছেন, তাকে পস্তাতে হবে। তিনি তিনবার দল বদল করেছেন। তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সাথে দেখা করেছেন। আর কিছুদিন বাদে দেখবেন আসবে অন্য দলে যাওয়ার প্রস্তাব আসবে। কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী আরও বলেন, আসলে তোমার জামা বদল হয়েছে। ভেতর একই আছে। এই জামা আবার যেন লাল জামায় পরিণত না হয়।’
advertisement
গত বেশ কিছু কয়েক মাস ধরেই বিজেপির রাজ্য সভাপতি পদে রদবদলের জল্পনা চলছে৷ এ দিন তা নিয়েও গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘এখন শুনছি দলের সভাপতি পদ পাওয়ার জন্য লড়াই করছেন। ভগবান, সভাপতি পদ পেতে লড়াই করতে হয়?’
মুখ্যমন্ত্রী বিধানসভায় এই বক্তব্য রাখার পর পরই বিধানসভার বাইরে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা৷ ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার চ্যালেঞ্জও ছোড়েন বিরোধী দলনেতা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 3:06 PM IST